পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

16 ডিসেম্বরের মধ্যে রাজ্যকে মেটাতে হবে বকেয়া DA : SAT - স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল

বকেয়া মহার্ঘভাতা মেটাতে স্যাটের কড়া নির্দেশ রাজ্য সরকারকে । 16 ডিসেম্বরের মধ্যে মেটাতে হবে DA । আজ এমনই রায় দিল স্ট্রেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল ।

DA
রাজ্যকে মেটাতে হবে বকেয়া DA

By

Published : Sep 23, 2020, 3:48 PM IST

Updated : Sep 23, 2020, 5:25 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর : ডিসেম্বর মাসের 16 তারিখের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে । আজ ভার্চুয়াল শুনানিতে এমনই রায় দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল । সরকার যদি বকেয়া DA না মিটিয়ে দেয়, তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে SAT ।

মহার্ঘ ভাতা মামলায় SAT-র রায়ে আবারও বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার । গত বছর 26 জুলাই ট্রাইব্যুনাল রায় দিয়েছিল, 3 মাসের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে একটা পদ্ধতি বের করতে হবে । এছাড়াও রায়দানে SAT জানায়, কেন্দ্রীয় সরকারি হারেই রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে হবে । কিন্তু 3 মাস অতিক্রম হলেও আজ পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যসচিব কোনও উদ্যোগ গ্রহণ করেননি বলে অভিযোগ মামলাকারী সরকারি কর্মচারী সংগঠনের ।

মুখ্যসচিবের পক্ষ থেকে রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে কখনও হাইকোর্টে, কখনও বা ট্রাইব্যুনালের কাছে পিটিশন দায়ের করে । সরকারি কর্মচারীদের পক্ষে আইনজীবী সর্দার আমজ়াদ আলি বলেন, "মহার্ঘ ভাতার রায়কে টালবাহানা করে সরিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল রাজ্য সরকারের । টালবাহানা করে আজও সময় চেয়েছিল সরকার । এ বিষয়ে ট্রাইব্যুনালের তরফ থেকে শেষ নির্দেশ দিয়ে জানানো হয়, আগামী 16 ডিসেম্বর চূড়ান্ত পর্যায়ে শুনানি করা হবে । এই সময়ের মধ্যে 26 জুলাই 2019 এর নির্দেশকে যেন রাজ্য সরকার পালন করে।" কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক তথা মহার্ঘ ভাতা মামলার মূল আবেদনকারী মলয় মুখোপাধ্যায় বলেন, "রাজ্য সরকারের বিরুদ্ধে SAT-র এই রায়ে সরকারি কর্মীরা খুশি ।"

Last Updated : Sep 23, 2020, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details