কলকাতা, 10 সেপ্টেম্বর: রাজ্য়ে বাল্যবিবাহ (Child Marriage) এবং নাবালিকাদের গর্ভধারণের (Teenage Pregnancy) ঘটনা ঠেকাতে এবার ইউনিসেফ (UNICEF)-এর সঙ্গে গাঁটছড়া বাঁধল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) ৷ সূত্রের খবর, গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীগুলির (Self Help Groups) সহযোগিতায় রাজ্য সরকার ও ইউনিসেফ-এর তরফ থেকে ছোট ছোট সংঘ তৈরি করা হবে ৷ এই সংঘগুলিই এই বিষয়ে আমজনতাকে সচেতন করবে ৷ প্রসঙ্গত, সারা দেশের নিরিখে এই মুহূর্তে বাল্যবিবাহ ও নাবালিকাদের গর্ভধারণের ঘটনায় পশ্চিমবঙ্গ শীর্ষ স্থানে রয়েছে ৷ আর সেটাই ভাবাচ্ছে রাজ্য সরকারকে ৷
এই জোড়া সমস্যা মোকাবিলা করার জন্য প্রাথমিকভাবে 110টি শিশুবান্ধব সংঘ গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রাজ্য়ের 23টি জেলার সবক'টিতেই 87টি ব্লকে আগামী 6 মাসের মধ্য়ে এই 110টি সংঘ গড়ে তোলা হবে ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ইউনিসেফ-এর তরফে বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ পাশাপাশি, শুক্রবার এ নিয়ে মুখ খোলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় গ্রামীণ জীবনযাত্রা অভিযান (West Bengal State Rural Livelihood Mission) বা এসআরএলএম (SRLM)-এর সিইও তথা রাজ্য অধিকর্তা বিভূ গোয়েল (Vibhu Goel) ৷ তিনি বলেন, "এই জোড়া সমস্য়ায় সবথেকে বেশি বিপাকে পড়েছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ও তাঁদের পরিবারের বাকিরা ৷ তা মেটাতেই এই উদ্যোগ শুরু করা হয়েছে ৷"