কলকাতা, 7 জানুয়ারি : পশ্চিমবঙ্গে কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কদের অনীহা নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ রাজ্য সরকার (Bengal Banks reluctance to lend enhanced farm credit)। সপ্তাহখানেক আগেই স্টেট লেভেল ব্যাঙ্কারস কমিটির মিটিংয়ে এই নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দেন রাজ্যের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা এবং রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ডা. অমিত মিত্র । ওই মিটিংয়ের সিদ্ধান্ত সম্পর্কিত তথ্য ইটিভি ভারতের হাতে এসেছে ৷
গত মাসের আঠাশ তারিখে ওই মিটিংয়ে অমিত মিত্র বলেন, "চলতি আর্থিক বছরের প্রথম ছ'মাসে ব্যাঙ্কগুলি রাজ্যে মাত্র 27 হাজার 952 কোটি টাকার কৃষিঋণ দিয়েছে যা কি না, রাজ্যের কৃষিঋণের বার্ষিক লক্ষমাত্রার মাত্র 32 শতাংশ।" কিষান ক্রেডিট কার্ড নিয়েও ক্ষোভ প্রকাশ রাজ্যের মুখ্য আর্থিক উপদেষ্টার । তিনি বলেন, "চলতি আর্থিক বছরের প্রথম ছয় মাসে ব্যাঙ্কগুলি মে 13.87 লক্ষ কিষান ক্রেডিট কার্ড বিতরণ করেছে, যা বার্ষিক লক্ষ্যমাত্রা 35 লক্ষের মাত্র 40 শতাংশ ।"
ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি দফতরের সচিব ওঙ্কার সিং মীনা । তিনি বলেন, "বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টেট লেভেল ব্যাঙ্কারস কমিটির যে ত্রৈমাসিক বৈঠক বা বিভিন্ন সাব-কমিটির মিটিংয়ে যেসব সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তগুলো সঠিকভাবে তৃণমূলস্তরে বা ব্যাঙ্ক শাখার স্তরে ঠিকমতো পৌঁছয় না এবং তাই ঋণদানের বার্ষিক লক্ষ্যমাত্রার সঙ্গে প্রকৃত ঋণদানের এতটা ফারাক থেকে যায় বহুসময় ।" কৃষি দফতরের সচিব বৈঠকে উপস্থিতি ব্যাঙ্ক প্রতিনিধিদের অনুরোধ করেন যেন তাঁরা নিজ নিজ ব্যাঙ্কের শাখা প্রবন্ধকদের এই বিষয়ে অবহিত করেন ৷
বৈঠকে উপস্থিত বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিরা রাজ্য সরকারের প্রতিনিধিদের আশ্বস্ত করেন যে, ব্যাপারটাকে তাঁরা গুরুত্ব নিয়ে দেখবেন, যাতে স্টেট লেভেল ব্যাঙ্কারস কমিটির বা সাব-কমিটির সিদ্ধান্তগুলো শাখা লেভেলে প্ৰতিফলিত হয় ।