কলকাতা, 29 জুলাই : করোনা সংক্রান্ত বিধিনিষেধ (Covid Restriction) আগামী 15 অগস্ট পর্যন্ত বৃদ্ধি করল রাজ্য সরকার ৷ তবে লোকাল ট্রেনে (Local Train) ছাড়ের কোনও নির্দেশ দেওয়া হয়নি নয়া নির্দেশিকায় ৷ ছাড় দেওয়া হয়েছে শুধু সরকারি কর্মসূচিতে ৷ তবে তা অবশ্যই ইন্ডোরে হতে হবে৷ বাইরে আয়োজন করা যাবে না৷ 50 শতাংশ উপস্থিতি নিয়ে সরকারি কর্মসূচি পালন করা যাবে বলে নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার নবান্নের (Nabanna) তরফে জারি করা নির্দেশিকায় ৷
পশ্চিমবঙ্গে করোনার দ্বিতীয় ঢেউয়ের (Covid Second Wave) ভয়াবহতা বিচার করে মে মাসের শুরুতেই একাধিক বিধিনিষেধ আরোপ করা হয় রাজ্য সরকারের তরফে ৷ তার পর মে মাসের মাঝামাঝি শুরু আত্ম-অনুশাসন ৷ যে নির্দেশিকা করোনা ঠেকাতে রাজ্যে কার্যত লকডাউন (Lockdown) ঘোষণা করা হয় ৷
আরও পড়ুন :Coronavirus India: সামান্য কমল করোনা সংক্রমণ, দেশে একদিনে আক্রান্তের অর্ধেকই কেরালার
তার পর প্রতি 15 দিন অন্তর ওই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৷ কিন্তু প্রতিবারই কিছু না কিছু ছাড় দেওয়া হয়েছে ৷ শুরুর দিকে মেট্রো একেবারে বন্ধ করে দেওয়া হলেও এখন সোম থেকে শুক্র 50 শতাংশ যাত্রী নিয়ে চলছে ৷ বাস চলার অনুমতি দেওয়া হয়েছে ৷ তাছাড়া বাজার-দোকান খোলারও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৷
বৃহস্পতিবার নবান্নের তরফে নতুন যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে জানানো হয়েছে যে আগের নিয়মই বলবৎ থাকবে৷ তবে ইন্ডোর কোনও ব্যবস্থাপনায় 50 শতাংশ উপস্থিতি নিয়ে সরকারি কর্মসূচি পালন করার ছাড়পত্র দেওয়া হল৷ তার সঙ্গে রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কার্ফু কড়াভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুন :Weather Forecast : কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা