পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Covid Restriction : লোকাল ট্রেন বন্ধ রেখেই বঙ্গে করোনা-বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি - পশ্চিমবঙ্গ সরকার

পশ্চিমবঙ্গে মে মাসের মাঝামাঝি সময় থেকে করোনা সংক্রান্ত বিধিনিষেধ জারি আছে ৷ আগের ঘোষণা অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত তা বলবৎ ছিল ৷ এবার তা বেড়ে 15 অগস্ট পর্যন্ত হল ৷

west bengal government extend covid restriction till 15 august 2021
Covid Restriction : লোকাল ট্রেন বন্ধ রেখেই বঙ্গে করোনা-বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি

By

Published : Jul 29, 2021, 12:31 PM IST

Updated : Jul 29, 2021, 12:46 PM IST

কলকাতা, 29 জুলাই : করোনা সংক্রান্ত বিধিনিষেধ (Covid Restriction) আগামী 15 অগস্ট পর্যন্ত বৃদ্ধি করল রাজ্য সরকার ৷ তবে লোকাল ট্রেনে (Local Train) ছাড়ের কোনও নির্দেশ দেওয়া হয়নি নয়া নির্দেশিকায় ৷ ছাড় দেওয়া হয়েছে শুধু সরকারি কর্মসূচিতে ৷ তবে তা অবশ্যই ইন্ডোরে হতে হবে৷ বাইরে আয়োজন করা যাবে না৷ 50 শতাংশ উপস্থিতি নিয়ে সরকারি কর্মসূচি পালন করা যাবে বলে নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার নবান্নের (Nabanna) তরফে জারি করা নির্দেশিকায় ৷

পশ্চিমবঙ্গে করোনার দ্বিতীয় ঢেউয়ের (Covid Second Wave) ভয়াবহতা বিচার করে মে মাসের শুরুতেই একাধিক বিধিনিষেধ আরোপ করা হয় রাজ্য সরকারের তরফে ৷ তার পর মে মাসের মাঝামাঝি শুরু আত্ম-অনুশাসন ৷ যে নির্দেশিকা করোনা ঠেকাতে রাজ্যে কার্যত লকডাউন (Lockdown) ঘোষণা করা হয় ৷

আরও পড়ুন :Coronavirus India: সামান্য কমল করোনা সংক্রমণ, দেশে একদিনে আক্রান্তের অর্ধেকই কেরালার

তার পর প্রতি 15 দিন অন্তর ওই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৷ কিন্তু প্রতিবারই কিছু না কিছু ছাড় দেওয়া হয়েছে ৷ শুরুর দিকে মেট্রো একেবারে বন্ধ করে দেওয়া হলেও এখন সোম থেকে শুক্র 50 শতাংশ যাত্রী নিয়ে চলছে ৷ বাস চলার অনুমতি দেওয়া হয়েছে ৷ তাছাড়া বাজার-দোকান খোলারও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৷

নবান্নের তরফে জারি করা নির্দেশিকা

বৃহস্পতিবার নবান্নের তরফে নতুন যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে জানানো হয়েছে যে আগের নিয়মই বলবৎ থাকবে৷ তবে ইন্ডোর কোনও ব্যবস্থাপনায় 50 শতাংশ উপস্থিতি নিয়ে সরকারি কর্মসূচি পালন করার ছাড়পত্র দেওয়া হল৷ তার সঙ্গে রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কার্ফু কড়াভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে৷

আরও পড়ুন :Weather Forecast : কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

করোনার তৃতীয় ঢেউ (Covid Third Wave) নিয়ে বারবার সতর্ক করেছেন বিশেষজ্ঞরা ৷ সেই কারণে নাইট কার্ফু নিয়ে আগে থেকেই কড়া রাজ্য ৷ তার পরও বেপরোয়াভাবে কিছু মানুষকে নৈশ অভিযানে (Night Curfew) বের হতে দেখা যাচ্ছে ৷ ফলে নাইট কার্ফু নিয়ে আরও কড়াভাবে নজরদারি শুরু হয়েছে ৷ নয়া নির্দেশিকায় স্পষ্ট যে সেই প্রক্রিয়া আরও শক্ত করতে চায় রাজ্য ৷

কিন্তু সাধারণ মানুষের যে লোকাল ট্রেন চালানোর দাবি, তা এবারও মান্যতা দিল না রাজ্য সরকার ৷ এখন হাওড়া (Howrah) ও শিয়ালদহ (Sealdah) শাখায় স্টাফ স্পেশাল ট্রেন চলছে ৷ সেখানে রেলের কর্মী, স্বাস্থ্যকর্মী-সহ জরুরি পরিষেবার কর্মীরা যাতায়াত করতে পারছেন ৷ তাছাড়া বিভিন্ন অফিসের কর্মী ও জরুরি প্রয়োজনে যাঁরা বাড়ি থেকে বের হচ্ছেন, তাঁদেরও যেতে দেওয়া হচ্ছে ট্রেনে ৷

আরও পড়ুন :Kolkata Corporation : কোভ্যাক্সিনের ঢালাও বন্টনেই টিকায় টান, দায় স্বীকার অতীনের

যদিও ট্রেন পরিষেবা স্বাভাবিক নয় আগের মতো ৷ ফলে বহু মানুষকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে ৷ অনেক অর্থ খরচ করে এবং সময় ব্যয় করে অন্য যানবাহনে যাতায়াত করতে হচ্ছে ৷ তাই লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার দাবিতে একাধিকবার বিভিন্ন জায়গায় অবরোধ হয়েছে ৷

তবে করোনা পরিস্থিতির কথা বিচার করে এবং তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে রাজ্য সরকার যে এখনই লোকাল ট্রেন পরিষেবা চালু করতে দিতে চায় না, তা এদিনের নির্দেশিকার পর আরও একবার স্পষ্ট হল ৷

আরও পড়ুন :West Bengal Corona Cases : রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যু বেড়ে 14

Last Updated : Jul 29, 2021, 12:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details