কলকাতা, জুন 16 : রাজ্যগুলিকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিতে অঙ্গীকারবদ্ধ কেন্দ্রীয় সরকার । তাই করোনার ভ্যাকসিন উৎপাদক সংস্থা সেরাম ইনস্টিটিউটকে আগের দেওয়া ভ্যাকসিনের বরাত বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার । সেই সঙ্গে সংস্থার কাছে জমা করা অগ্রিম টাকা ফেরত চাইল রাজ্য । রাজ্য স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার এই মর্মে উৎপাদক সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে ।
সূত্রের খবর, ভ্যাকসিনের মোট 26 লাখ ডোজ়ের জন্য উৎপাদক সংস্থাকে প্রায় 70 কোটি টাকা অগ্রিম দিয়েছে রাজ্য সরকার । বুধবার সেই টাকাই ফেরত চেয়েই চিঠি পাঠিয়েছে রাজ্য । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্যের অর্থ দফতরের এক আধিকারিক বলেন, "এমনিতেই বিভিন্ন কারণে রাজ্যের কোষাগারের হাল খারাপ । তাই অগ্রিম বাবদ দেওয়া টাকা ফেরত পেলে অল্প হলেও রাজ্যের উপকার হবে । এখন প্রশ্ন, কবে ও কিভাবে এই অগ্রিম টাকা ফেরত পাওয়া যাবে ৷"