পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Park Circus Firing Incident : পার্ক সার্কাস-কাণ্ডে নিহত রিমার পরিবারকে অর্থ সাহায্য রাজ্য সরকারের, ভাইকে চাকরির প্রতিশ্রুতি - Park Circus Firing Incident

শনিবার নিহত তরুণীর শোকস্তব্ধ পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেবল সমবেদনা জানিয়েই ক্ষান্ত থাকেননি মুখ্যমন্ত্রী ৷ সমবেদনা জানানোর পাশাপাশি নিহত রিমা সিং'য়ের ভাইকে সরকারি (হোমগার্ড) চাকরির আশ্বাসও দেন তিনি (West Bengal Government compensate family of Rima Singh who died in Park Circus firing incident) ৷

Park Circus Firing Incident
পার্ক সার্কাস-কাণ্ডে নিহত রিমার পরিবারকে অর্থ সাহায্য রাজ্য সরকারের

By

Published : Jun 11, 2022, 7:18 PM IST

Updated : Jun 11, 2022, 8:46 PM IST

কলকাতা, 11 জুন :পার্ক সার্কাস-কাণ্ডে নিহত রিমার সিং'য়ের পাশে রাজ্য সরকার। শনিবার নিহত তরুণীর শোকস্তব্ধ পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেবল সমবেদনা জানিয়েই ক্ষান্ত থাকেননি মুখ্যমন্ত্রী ৷ সমবেদনা জানানোর পাশাপাশি নিহত রিমা সিং'য়ের ভাইকে সরকারি (হোমগার্ড) চাকরির আশ্বাসও দেন তিনি (West Bengal Government compensate family of Rima Singh who died in Park Circus firing incident) ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসমত এদিন বেলা গড়াতেই হাওড়ার দাসনগরে রিমা সিং'য়ের পরিবারকে রাজ্য সরকারের তরফে অর্থসাহায্যের 5 লক্ষ টাকা তুলে দেওয়া হয় ৷ পাশাপাশি রিমা সিং'য়ের বাবা, যাঁর এই মুহূর্তে কারখানা বন্ধ ও কাজকর্ম বিশেষ নেই, তাঁকেও একটি দোকান ঘর বানিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এদিন আশ্বাস পেয়ে রিমা সিং'য়ের মা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর দূত হয়ে এদিন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় রিমা সিং'য়ের হাওড়ার বাড়িতে আসেন ৷ অরূপ রায় বলেন, "মুখ্যমন্ত্রী টেলিফোনে কথা বলে রিমার পরিবারের পাশে থাকার সবরকম আশ্বাস দিয়েছেন। চাকরির প্রতিশ্রুতির পাশাপাশি আর্থিক সাহায্য করা হয়েছে পরিবারকে।"

পার্ক সার্কাস-কাণ্ডে নিহতের পরিবারকে অর্থ সাহায্য রাজ্য সরকারের

আরও পড়ুন : রিমার মৃত্যুতে হতবাক হাওড়ার দাসনগর !

মৃতার মা জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছে ৷ স্বামীকে একটি দোকান ঘর তৈরি করে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী যে তাঁর ছেলেকে হোমগার্ডে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন, তাও স্বীকার করে নেন তিনি ৷ প্রসঙ্গত, গতকাল ভরদুপুরে আচমকাই এলোপাথাড়ি গুলি চলে পার্ক সার্কাসে। বাংলাদেশ হাইকমিশনে কর্তব্যরত এক পুলিশকর্মী আচমকাই গুলি চালাতে শুরু করে। ওই পুলিশকর্মীর ছোড়া গুলিতে নিহত হন হাওড়ার দাসনগর এলাকার ফকির মিস্ত্রি বাগানের বাসিন্দা রিমা সিং। এরপর আত্মঘাতী হন ওই পুলিশ কনস্টেবল ৷

Last Updated : Jun 11, 2022, 8:46 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details