কলকাতা, 6 জুন : সম্প্রতি মেদিনীপুর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সাইকেল হাব তৈরি হবে ৷ রাজ্যে তৈরি হওয়া সাইকেলের চাহিদা অনুযায়ী জোগান দেওয়ার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ৷ এবার মুখ্যমন্ত্রী এই ঘোষণার পরেই মন্ত্রিসভার বৈঠকে সেই সাইকেল কারখানার জন্য জমি নির্দিষ্ট করল রাজ্য (West Bengal Government to set up Cycle Hub in State) ।
বেশ কয়েকবছর ধরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের সাইকেল দেয় রাজ্য সরকার । ফলে রাজ্যে সাইকেলের চাহিদা রয়েছে । সেই চাহিদা মেটাতে বাংলাতেই যাতে সাইকেল তৈরি করা যায় তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল । খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে উদ্যোগ নেন । অবশেষে তা বাস্তবের পথে ।