কলকাতা, 7 অগাস্ট : পরিকল্পনা নেওয়া হয়েছিল আগেই। গতবছরের ডিসেম্বরে । 8 মাসেই সেই পরিকল্পনা বাস্তবায়িত হল। আগুন নেভাতে চারটি রোবট আনল দমকল দপ্তর । গতকাল তার উদ্বোধন করেন দমকল মন্ত্রী সুজিত বসু ।
কলকাতায় এবার আগুন নিয়ন্ত্রণে আনবে রোবট
যেসব জায়গায় দমকলকর্মীদের পৌঁছাতে অসুবিধে হয়, সেখানে ব্যবহার করা হবে রোবটগুলিকে ।
কলকাতার গলি, তস্য গলিতে আগুন লাগলে বেগ পেতে হয় দমকলকর্মীদের । আগুনের উৎসে পৌঁছাতেই দেরি হয়ে যায় অনেকটা । কোথাও দমকলের গাড়ি নিয়ে যেতেই সমস্যায় পড়তে হয় । কোথাও আবার ঢুকতে পারেন না দমকলকর্মীরা । সেই সূত্রেই দমকল দপ্তর থেকে ভাবা হয়েছিল রোবটের কথা । সে বিষয়ে খোঁজখবর নিয়ে চারটি রোবট আনার ব্যবস্থা করা হয় । যেখানে দমকলকর্মীরা পৌঁছাতে পারবেন না সেখানে পৌঁছে যাবে এই রোবট । স্টিলের তৈরি এই রোবট অনেক বেশি তাপমাত্রা সহনশীল । ব্যাটারি চালিত গাড়ির মতো দেখতে রোবটগুলি চালানো হবে রিমোট কন্ট্রোলে । 100 মিটার দূর থেকেও অত্যন্ত গতিতে জল ছুটতে পারে রোবটগুলি । তার গায়ে লাগানো আছে ক্যামেরা । উচ্চতাপেও সেই ক্যামেরাগুলি কাজ করতে সক্ষম । ফলে সেই ক্যামেরার ফুটেজ দেখে প্রয়োজনমতো আগুনের উৎসে জল দেওয়া যাবে ।
গতকাল ময়দানে রোবটগুলোর উদ্বোধন করার পর তাদের কর্মক্ষমতা দেখানো হয়। দমকলের DG জগমোহন জানান, শুধুমাত্র জল নয়, প্রয়োজনে ফোন ব্যবহার করা যাবে এই রোবটের মাধ্যমে । সবচেয়ে বড় কথা রাসায়নিক বস্তু থেকে অগ্নিকাণ্ড হলে এই রোবট সহজেই তার মোকাবিলা করতে পারবে । দমকল দপ্তর সূত্রে খবর, একটি রোবটের জন্য দাম পড়েছে প্রায় এক কোটি টাকা । এরপর থেকে প্রয়োজন অনুযায়ী রোবটগুলি ব্যবহার করা হবে ।