পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতায় এবার আগুন নিয়ন্ত্রণে আনবে রোবট

যেসব জায়গায় দমকলকর্মীদের পৌঁছাতে অসুবিধে হয়, সেখানে ব্যবহার করা হবে রোবটগুলিকে ।

firefighter
উদ্বোধন করেন দমকল মন্ত্রী সুজিত বসু

By

Published : Aug 7, 2020, 7:48 AM IST

কলকাতা, 7 অগাস্ট : পরিকল্পনা নেওয়া হয়েছিল আগেই। গতবছরের ডিসেম্বরে । 8 মাসেই সেই পরিকল্পনা বাস্তবায়িত হল। আগুন নেভাতে চারটি রোবট আনল দমকল দপ্তর । গতকাল তার উদ্বোধন করেন দমকল মন্ত্রী সুজিত বসু ।

কলকাতার গলি, তস‍্য গলিতে আগুন লাগলে বেগ পেতে হয় দমকলকর্মীদের । আগুনের উৎসে পৌঁছাতেই দেরি হয়ে যায় অনেকটা । কোথাও দমকলের গাড়ি নিয়ে যেতেই সমস্যায় পড়তে হয়‌ । কোথাও আবার ঢুকতে পারেন না দমকলকর্মীরা । সেই সূত্রেই দমকল দপ্তর থেকে ভাবা হয়েছিল রোবটের কথা । সে বিষয়ে খোঁজখবর নিয়ে চারটি রোবট আনার ব্যবস্থা করা হয় । যেখানে দমকলকর্মীরা পৌঁছাতে পারবেন না সেখানে পৌঁছে যাবে এই রোবট । স্টিলের তৈরি এই রোবট অনেক বেশি তাপমাত্রা সহনশীল । ব্যাটারি চালিত গাড়ির মতো দেখতে রোবটগুলি চালানো হবে রিমোট কন্ট্রোলে । 100 মিটার দূর থেকেও অত্যন্ত গতিতে জল ছুটতে পারে রোবটগুলি । তার গায়ে লাগানো আছে ক্যামেরা । উচ্চতাপেও সেই ক্যামেরাগুলি কাজ করতে সক্ষম । ফলে সেই ক্যামেরার ফুটেজ দেখে প্রয়োজনমতো আগুনের উৎসে জল দেওয়া যাবে ।

রোবটগুলির উদ্বোধন করছেন দমকল মন্ত্রী সুজিত বসু

গতকাল ময়দানে রোবটগুলোর উদ্বোধন করার পর তাদের কর্মক্ষমতা দেখানো হয়। দমকলের DG জগমোহন জানান, শুধুমাত্র জল নয়, প্রয়োজনে ফোন ব্যবহার করা যাবে এই রোবটের মাধ্যমে । সবচেয়ে বড় কথা রাসায়নিক বস্তু থেকে অগ্নিকাণ্ড হলে এই রোবট সহজেই তার মোকাবিলা করতে পারবে । দমকল দপ্তর সূত্রে খবর, একটি রোবটের জন্য দাম পড়েছে প্রায় এক কোটি টাকা । এরপর থেকে প্রয়োজন অনুযায়ী রোবটগুলি ব্যবহার করা হবে ।

ABOUT THE AUTHOR

...view details