কলকাতা, 4 মে: পণ্য ও পরিষেবা কর বা জিএসটি সংগ্রহে এলিট ক্লাবে উঠে এল বাংলা (Record GST collection in Bengal)। 2022-23 আর্থিক বছরের প্রথম মাসে বাংলা রেকর্ড 5644 কোটি টাকা জিএসটি বাবদ আয় করেছে । যা এক মাসে আয়ের ক্ষেত্রে সর্বকালের রেকর্ড (West Bengal enters in elite club)। গত মাসে অর্থাৎ মার্চ মাসের তুলনায় রাজ্যে জিএসটি সংগ্রহের বৃদ্ধির পরিমাণ প্রায় 1200 কোটি টাকা । রাজ্যের রাজস্ব সংগ্রহ তথা জিএসটি আদায়ের ক্ষেত্রে এই সাফল্যকে গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবেই দেখছে রাজ্য সরকার । কারণ এই রেকর্ড সংগ্রহকে হাতিয়ার করে রাজ্য সরাসরি এলিট ক্লাবে ঢুকে পড়ল ।
সবচেয়ে মজার বিষয় হল, এমন সময় জিএসটি আদায়ের ক্ষেত্রে রাজ্য এই রেকর্ড করল, যে সময় গোটা দেশে রেকর্ড জিএসটি সংগ্রহ হয়েছে । কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য বলছে, সদ্যসমাপ্ত এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকারের জিএসটি বাবদ রাজস্ব আদায় দেড় লক্ষ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 1.67 লক্ষ কোটি টাকা । এই বিপুল পরিমাণ জিএসটি সংগ্রহ দেশের জন্য একটা রেকর্ড (record GST collection on April)।
জিএসটি আদায়ের ক্ষেত্রে বাংলার জন্য এই সাফল্যে উৎসাহিত অর্থ দফতর । দফতরের এক কর্তার কথায়, যখন কোনও একটি রাজ্যের রাজস্ব সংগ্রহ এক মাসে 5500 কোটি টাকা ছাড়িয়ে যায়, তখন কেন্দ্রীয় সরকার এই রাজ্যগুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করে । সেইমতো বাংলা এলিট ক্লাবের মর্যাদা পাওয়ায় অবশ্যই তাদের জন্য বাড়তি সুবিধা হবে । তিনি এও জানিয়েছেন, গত বছর এপ্রিল মাসে আমাদের রাজ্যের জিএসটি বাবদ আয় হয়েছিল 5236 কোটি টাকা ।