কলকাতা, 26 মার্চ : কোরোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 200 কোটি টাকার ত্রাণ তহবিলের সূচনা করেছেন । সেই তহবিলে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলকে দান করার আহ্বান জানানো হয়েছে । ইতিমধ্যেই সেই তহবিলে দান করা শুরু করে দিয়েছেন শাসকদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক বিধায়ক । এবার দলমত নির্বিশেষে শিক্ষক সমাজের কাছে মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে দান করার আবেদন জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । একটি ভিডিয়ো বার্তায় এই আবেদন জানিয়েছেন তিনি ।
তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সকলকে নিয়ে কোরোনা মোকাবিলায় যে তৎপরতা দেখিয়েছেন তাতে আর্থিক বিষয়টিও এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে । আমরা সকলে মিলে এই মুহূর্তে সরকারের পাশে না দাঁড়ালে আর্থিক সমস্যা দেখা দেবে ৷ আমরা সবাই মিলে একজোট হয়ে যদি তার পাশে দাঁড়াতে পারি তাহলে হয়তো সেই অভাবটা অনেকটাই কমবে । আমি সমস্ত শিক্ষক সমাজ, শিক্ষাকর্মী সকলের কাছে আবেদন জানাচ্ছি ৷" তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়, কলেজ, হাইস্কুল, মাধ্যমিক, প্রাথমিক, এমনকি SSK, MSK, পার্শ্বশিক্ষক, আংশিক সময়ের শিক্ষক, যাঁরাই শিক্ষার সঙ্গে যুক্ত তাঁদের সকলের কাছে আমার আবেদন আপনারা আপনাদের সাহায্যের হাত এগিয়ে দিন ৷ মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে মুক্ত হস্তে দান করুন । উদ্ধার করুন রাজ্যের বিপন্ন মানুষকে । উদ্ধার করুন কোরোনার বিপন্নতা থেকে সকলকে । আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুধু নয়, সকলের পক্ষ থেকে, শিক্ষামন্ত্রী হিসেবে, আপনাদের কাছে আবেদন জানাচ্ছি ।" পাশাপাশি দলমত নির্বিশেষে সব সংগঠনকেও ত্রাণ তহবিলে দান করতেও আবেদন জানান শিক্ষামন্ত্রী ।