পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

JEE : কোভিড আবহে সশরীরে পরীক্ষা, জয়েন্টের পরীক্ষার্থীদের জন্য কন্ট্রোল রুম খুলল রাজ্য - Bratya Basu

রাত পোহালেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ৷ করোনা আবহেই সশরীরে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা ৷ তাঁদের যাতে কোনও সমস্যা না হয়ে, তা নিশ্চিত করতেই বিশেষ কন্ট্রোল রুম খুলেছে রাজ্য সরকার ৷ কন্ট্রোল রুমে থাকবেন উচ্চশিক্ষা দফতরের কর্মী ও আধিকারিকরা ৷

West Bengal Education Department special control room for JEE
JEE : কোভিড আবহে সশরীরে পরীক্ষা, জয়েন্টের পরীক্ষার্থীদের জন্য কন্ট্রোল রুম খুলল রাজ্য

By

Published : Jul 16, 2021, 8:03 PM IST

কলকাতা, 16 জুলাই :জয়েন্ট এন্ট্রান্স (JEE) পরীক্ষার্থীদের জন্য বিশেষ কন্ট্রোল রুম খুলেছে রাজ্য সরকার ৷ শুক্রবার বিকাশ ভবনে একথা জানান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ৷ তিনি জানিয়েছেন, করোনা আবহে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্য়া না হয়, তার জন্যই এই ব্যবস্থা ৷

কন্ট্রোল রুম চালু হয়েছে শুক্রবার (16 জুলাই, 2021) সকাল আটটা থেকে ৷ এদিন যা চালু থাকবে রাত আটটা পর্যন্ত ৷ এরপর কন্ট্রোল রুম ফের খুলবে শনিবার (17, জুলাই, 2021), অর্থাৎ পরীক্ষার দিন ৷ এদিন সকাল ছ’টা থেকে রাত 10 টা পর্যন্ত কন্ট্রোল রুমে ফোন করে কথা বলতে পারবেন পরীক্ষার্থীরা ৷ সংশ্লিষ্ট ফোন নম্বরগুলি হল 033-2367-1149, 033-2367-1199। রয়েছে দু’টি টোল ফ্রি নম্বরও ৷ এগুলি হল, 18001023781 এবং 18003450050। কন্ট্রোল রুমে থাকবেন উচ্চশিক্ষা দফতরের কর্মী ও আধিকারিকরা ৷

আরও পড়ুন :Joint Entrance : 17 জুলাই জয়েন্ট এন্ট্রান্স , পরীক্ষা হবে 274 কেন্দ্রে

প্রসঙ্গত, করোনা আবহে সংক্রমণের ছোঁয়াচ বাঁচাতে বহু পরীক্ষাই বাতিল হয়ে গিয়েছে ৷ বাকি যে পরীক্ষাগুলি হয়েছে, সেগুলিও হয়েছে অনলাইনে ৷ সেদিক দিয়ে দেখতে গেলে করোনা পরিস্থিতির মধ্যে এটাই প্রথম অফলাইন পরীক্ষা ৷ পরীক্ষার্থীদের সকলকেই পরীক্ষাকেন্দ্রে সশরীরে হাজির হতে হবে ৷

এদিন এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 92 হাজার 695 ৷ পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দেবেন 60 হাজার 105 জন ৷ ভিনরাজ্য থেকে পশ্চিমবঙ্গে পরীক্ষা দিতে আসবেন 31 হাজার 594 ৷ এদিকে, কোভিড পরিস্থিতিতে রাজ্যজুড়ে বিধিনিষেধ কার্যকর করা হয়েছে ৷ কীভাবে পরীক্ষাকেন্দ্রে সময় মতো পৌঁছবেন, তা নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে ৷ যদিও মন্ত্রীর আশ্বাস, চিন্তার কিছু নেই ৷ রাস্তায় যথেষ্ট পরিমাণে বাস, ট্য়াক্সি, অটো রয়েছে ৷ এমনকী, পরীক্ষার অ্য়াডমিট কার্ড থাকলেই পরীক্ষার্থী ও অভিভাবকরা স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারবেন ৷ রেলের তরফে ইতিমধ্যেই সেকথা ঘোষণা করা হয়েছে ৷ তারপরও যদি কোনও পরীক্ষার্থী কোনও কারণে সমস্য়ায় পড়েন, তবে তিনি কন্ট্রোল রুমে ফোন করতে পারেন ৷ প্রশাসন তাঁকে সবরকম সহযোগিতা করবে ৷

আরও পড়ুন :একাধিক পরীক্ষার দিন ঘোষণা রাজ্য জয়েন্ট প্রবেশিকা পরীক্ষা বোর্ডের

প্রসঙ্গত, এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নির্ধারিত দিন ছিল 11 জুলাই ৷ কোভিড পরিস্থিতির জন্য তা পিছিয়ে 17 জুলাই করতে হয় ৷ কর্তৃপক্ষের দাবি, অফলাইনে পরীক্ষা হলেও কোভিডবিধির সঙ্গে কোনও আপস করা হবে না ৷ যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই নেওয়া হবে পরীক্ষা ৷

ABOUT THE AUTHOR

...view details