পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শ্রমিক ফেরাতে সমন্বয় কমিটি প্রদেশ কংগ্রেসের - congress

কুড়ি জন কংগ্রেস কর্মীকে নিয়ে তৈরি হল সমন্বয় কমিটি। ICC-র সদস্য শুভঙ্কর সরকার সমন্বয় কমিটির আহ্বায়ক। দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের দ্রুত রাজ্যে ফিরিয়ে আনার জন্য এই কমিটি জেলা ভিত্তিক কাজ করবে।

kolkata
কলকাতা

By

Published : May 5, 2020, 8:37 PM IST

কলকাতা , 5 মে : পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে, সোনিয়া গান্ধির কর্মকাণ্ডকে সফল করতে উদ্যোগ নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র‌। গড়লেন সমন্বয় কমিটি। কুড়ি জন কংগ্রেস কর্মীকে নিয়ে তৈরি হল সমন্বয় কমিটি। ICC-র সদস্য শুভঙ্কর সরকার সমন্বয় কমিটির আহ্বায়ক। দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের দ্রুত রাজ্যে ফিরিয়ে আনার জন্য এই কমিটি জেলা ভিত্তিক কাজ করবে। হাতে খুব কম সময়।

সাংসদ প্রদীপ ভট্টাচার্য, সাংসদ আবু হাসেম খান চৌধুরি, প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সি, বিধায়ক নেপাল মাহাত এবং শংকর মালাকার রয়েছেন উপদেষ্টা কমিটিতে। বামফ্রন্ট মন্ত্রিসভার প্রাক্তন সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা মন্ত্রী আবদুস সাত্তার, বিধানসভায় কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী, সহ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্বকে নিয়ে তৈরি হয়েছে এই সমন্বয় কমিটি। আগামীকালের মধ্যে পরিযায়ী শ্রমিকদের তথ্য নিয়ে পূর্ণাঙ্গ তালিকা পৌঁছে দেওয়া হবে দিল্লিতে ICC-র প্রধান কার্যালয়ে।

বিষয়টি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানিয়েছেন, "দীর্ঘদিন ধরে সরকারি টালবাহানায় দেশের বিভিন্ন রাজ্যে অর্ধাহারে-অনাহারে রয়েছেন এ রাজ্যের শ্রমিকরা। পশ্চিমবঙ্গে কর্মসংস্থান তলানিতে গিয়ে ঠেকেছে বলেই, এই রাজ্যের শ্রমিকরা খিদের জ্বালায় ভিন রাজ্যে কাজ করতে যান। রাজ্যের এই কঠিন পরিস্থিতিতে, পরিযায়ী শ্রমিকদের বাঁচানোর জন্য, দ্রুত তাঁদের ঘরে ফেরাতে হবে।"

এছাড়া তিনি অভিযোগ জানিয়ে বলেন , "কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার শ্রমিকদের ঘরে ফেরাতে সক্রিয় ভূমিকা পালন করেনি। গরিব শ্রমিকদের কাছ থেকে রাজ্যে ফেরার জন্য ট্রেন ভাড়া নিচ্ছে কেন্দ্রীয় সরকার।"

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির গতকাল নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন , এই শ্রমিকদের কাছ থেকে কেন্দ্রীয় সরকার কোনও রকম ভাড়া না নেওয়া উচিত। তিনি শ্রমিকদের আশ্বস্ত করে বলেন , " পশ্চিমবঙ্গের শ্রমিকদের ঘরে ফেরার জন্য ট্রেন ভাড়া দেবে প্রদেশ কংগ্রেস।"

ABOUT THE AUTHOR

...view details