কলকাতা, 26 মার্চ : গত 10 বছরে কতগুলি কলেজে অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে ? কত সংখ্যক সহকারী অধ্যাপক নিয়োগ করা হয়েছে ? স্টেট এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে কত সংখ্যক পরীক্ষার্থীকে যোগ্য নির্ধারণ করা হয়েছে ? এই সবেরই খতিয়ান দিল রাজ্যের কলেজ সার্ভিস কমিশন।
রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে অধ্যক্ষ, সরকারি অধ্যাপক, লাইব্রেরিয়ানের মতো পদগুলিতে প্রার্থী নিয়োগ করার প্রক্রিয়া পরিচালনা করে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন ৷ পাশাপাশি, কলেজে সহকারী অধ্যাপক পদের যোগ্যতা নির্ধারণের জন্য স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)-ও পরিচালনা করা হয় কমিশনের তরফে ৷ গত 10 বছরে কমিশন এই সবক’টি ক্ষেত্রে কতটা কাজ করেছে, তার একটি খতিয়ান তৈরি করেছে ৷ যেখানে দেখা যাচ্ছে, 2012 সাল থেকে মোট পাঁচটি বিজ্ঞাপনের ভিত্তিতে এখনও পর্যন্ত মোট 7 হাজার 698 জন সহকারী অধ্যাপক নিয়োগ করা হয়েছে ৷ নিয়োগ করা হয়েছে 327 জন অধ্যক্ষ ৷ 2013 সাল থেকে 2019 সাল পর্যন্ত মোট ছ’টি সেট পরীক্ষার মাধ্যমে মোট 13 হাজার 351 জনকে সহকারী অধ্যাপক পদের জন্য যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে।
শুধু মোট হিসেব নয় ৷ প্রতিটি বিজ্ঞাপনের ভিত্তিতে কত সংখ্যক প্রার্থী নিয়োগ হয়েছে, তারও সম্পূর্ণ হিসাব দিয়েছে কমিশন ৷ যেমন, 2012 সালের বিজ্ঞাপনের ভিত্তিতে 1 হাজার 907 জনকে, 2015 সালের বিজ্ঞাপনের ভিত্তিতে 3 হাজার 260 জনকে, 2017 সালের বিজ্ঞাপনের ভিত্তিতে 106 জনকে, 2018 সালের বিজ্ঞাপনের ভিত্তিতে 2 হাজার 363 জনকে এবং 2019 সালে 62 জনকে সহকারী অধ্যাপক পদে নিয়োগ করা হয়েছে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে ৷ আবার মোট চারটি বিজ্ঞাপনের ভিত্তিতে 2013 সাল থেকে যথাক্রমে 126, 66, 66 এবং 69 জনকে অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়েছে ৷ প্রতিটি সেট পরীক্ষায় কত সংখ্যক প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, তাও প্রকাশ করা হয়েছে কমিশনের খতিয়ানে।