কলকাতা, 13 নভেম্বর : বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের (BSF) কাজের সীমানা বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ শনিবার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ সৌগত রায় এই কথা জানিয়েছেন সংবাদসংস্থা এএনআই-কে ৷ এছাড়া বিএসএফের কাজের সীমানা বৃদ্ধির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) একটি প্রস্তাব পাস করা হবে বলেও তিনি জানিয়েছেন ৷
প্রসঙ্গত বিএসএফের কাজের সীমানা বৃদ্ধি নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিতর্ক চলছে ৷ শুধু পশ্চিমবঙ্গ নয়, এই বিতর্ক ছড়িয়েছে পঞ্জাব-রাজস্থানেও ৷ বিভিন্ন মানবাধিকার সংগঠনও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে ৷
আরও পড়ুন :Luizinho Faleiro : রাজ্যসভার শূন্য আসনে গোয়ার লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা তৃণমূলের