পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Modi-Mamata : বিএসএফ-র কাজের সীমানা বৃদ্ধির প্রতিবাদে বিধানসভায় প্রস্তাব আনবে তৃণমূল; জানালেন সৌগত

সম্প্রতি বিএসএফের কাজের এক্তিয়ার 15 কিমি থেকে বাড়িয়ে 50 কিমি করেছে কেন্দ্র৷ এর প্রতিবাদেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

west bengal cm mamata banerjee wrote a letter to pm narendra modi on bsf issue
Modi-Mamata : বিএসএফ ইস্যুতে মোদিকে চিঠি মমতার

By

Published : Nov 13, 2021, 5:10 PM IST

Updated : Nov 13, 2021, 10:48 PM IST

কলকাতা, 13 নভেম্বর : বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের (BSF) কাজের সীমানা বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ শনিবার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ সৌগত রায় এই কথা জানিয়েছেন সংবাদসংস্থা এএনআই-কে ৷ এছাড়া বিএসএফের কাজের সীমানা বৃদ্ধির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Assembly) একটি প্রস্তাব পাস করা হবে বলেও তিনি জানিয়েছেন ৷

প্রসঙ্গত বিএসএফের কাজের সীমানা বৃদ্ধি নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিতর্ক চলছে ৷ শুধু পশ্চিমবঙ্গ নয়, এই বিতর্ক ছড়িয়েছে পঞ্জাব-রাজস্থানেও ৷ বিভিন্ন মানবাধিকার সংগঠনও কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে ৷

আরও পড়ুন :Luizinho Faleiro : রাজ্যসভার শূন্য আসনে গোয়ার লুইজিনহো ফেলেইরোর নাম ঘোষণা তৃণমূলের

এতদিন সীমান্ত থেকে 15 কিলোমিটার পর্যন্ত কাজের এক্তিয়ার ছিল বিএসএফের ৷ কিন্তু সম্প্রতি সেই সীমা বাড়িয়ে দেয় কেন্দ্র ৷ বদলে বিএসএফের কাজের এক্তিয়ার সীমান্ত থেকে 50 কিলোমিটার পর্যন্ত করে দেওয়া হয় ৷ আর এই নিয়েই বিতর্ক তৈরি হয়েছে ৷

সৌগত রায়ের অভিযোগ, কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করছে ৷ এই নিয়ে ইস্যুতে সংসদেও তাঁরা সরব হবেন ৷ তাছাড়া সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজও কেন্দ্রের করা উচিত ৷ রাজ্য শুধু এতে সাহায্য করবে ৷

আরও পড়ুন :Dilip Ghosh : আর ফিল্মস্টার নয়, পৌরভোটে একনিষ্ঠ কর্মীদেরই প্রার্থী চান দিলীপ

এখানে উল্লেখ করা প্রয়োজন যে পঞ্জাব সরকারও কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছে ৷ তারা সেখানকার বিধানসভায় এর বিরুদ্ধে ইতিমধ্যে প্রস্তাব পাস করিয়েছে ৷ এবার সেই পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারও ৷

Last Updated : Nov 13, 2021, 10:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details