পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 10, 2022, 5:08 PM IST

ETV Bharat / city

Howrah Cash Recovery: ঝাড়খণ্ডে কংগ্রেস নেতার বাড়িতে তল্লাশি রাজ্য সিআইডি-র, উদ্ধার গাড়ি ও 5 লক্ষ টাকা

জামতাড়ায় কংগ্রেস নেতা ইরফান আনসারির বাড়িতে হানা এ রাজ্যের সিআইডি-র (West Bengal CID Raid at Jharkhand Congress Leader Irfan Ansari House in Jamtara) ৷ হাওড়ায় নগদ প্রায় 49 লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় এই অভিযান চালানো হয়েছে ৷

west-bengal-cid-raid-at-jharkhand-congress-leader-irfan-ansari-house-in-jamtara
west-bengal-cid-raid-at-jharkhand-congress-leader-irfan-ansari-house-in-jamtara

কলকাতা, 10 অগস্ট: ঝাড়খণ্ডের কংগ্রেস নেতা ইরফান আনসারির বাড়িতে তল্লাশি অভিযান বাংলার সিআইডি আধিকারিকদের ৷ জানা গিয়েছে, ঝাড়খণ্ডের বাড়িতে এ দিন সকালেই হাজির হন সিআইডি-র গোয়েন্দারা ৷ সূত্রের খবর, আগে থেকে স্থানীয় থানাকে জানিয়েই এই অভিযানে নামে রাজ্যের সিআইডি আধিকারিকরা (West Bengal CID Raid at Jharkhand Congress Leader Irfan Ansari House in Jamtara) ৷ কারণ, এর আগের তল্লাশি অভিযানগুলিতে একাধিক জায়গায় বাধার মুখে পড়তে হয়েছে রাজ্যের গোয়েন্দা দফতরকে ৷

এ দিন সিআইডি’র একটি বিশেষ প্রতিনিধি দল ইরফান আনসারির বাড়িতে তল্লাশি অভিযান চালায় ৷ সেখান থেকে নগদ 5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ৷ সঙ্গে একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সিআইডি গোয়েন্দারা জানাচ্ছেন, ওই গাড়িটি তাঁরা সিসিটিভি দেখে শনাক্ত করেছেন ৷ গত 21 জুলাই কংগ্রেসের তিন বিধায়ক কলকাতায় আসেন ৷ সদর স্ট্রিটের একটি হোটেলে ওঠেন ৷ এর পর মাঝে অসম ঘুরে কয়েকদিন আগে লক্ষাধিক টাকা নিয়ে, তাঁরা ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দেন ৷ সিআইডি গোয়েন্দারা জানাচ্ছেন, সিসিটিভি ফুটেজ থেকে গাড়িটিকে তাঁরা শনাক্ত করেন ৷ এর পর আজ ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়ক ইরফান আনসারির বাড়ি থেকে সেই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷

আরও পড়ুন:নোট উদ্ধার-কাণ্ডে ঝাড়খণ্ডের বিধায়ক কুমার জয়মঙ্গলের বয়ান রেকর্ড, জামতাড়ায় তল্লাশি সিআইডি'র

সম্প্রতি ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় 49 লক্ষ টাকা ৷ যে ঘটনায় কংগ্রেসের তিন বিধায়ককে গ্রেফতার করে রাজ্য পুলিশ ৷ পরবর্তীকালে এই ঘটনার তদন্তে নামে সিআইডি ৷ গোয়েন্দারা তদন্ত নেমে টাকার সঙ্গে অসমের একটি রাজনৈতিক যোগ পান ৷ অসম এবং দিল্লিতে তল্লাশি অভিযান চালাতে যায় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ কিন্তু, সেখানে স্থানীয় পুলিশ প্রশাসনের বাধার মুখে পড়তে হয় তদন্তাকারীদের ৷ ওই টাকা উদ্ধারের মামলায় ইতিমধ্যেই গুয়াহাটির এক ব্যবসায়ীকে তলব করেছিল রাজ্য সিআইডি ৷ কিন্তু, ভবানী ভবনের তলবে এখনও শহরে আসেননি ওই ব্যবসায়ী ৷

ABOUT THE AUTHOR

...view details