কলকাতা, 10 অগস্ট: ঝাড়খণ্ডের কংগ্রেস নেতা ইরফান আনসারির বাড়িতে তল্লাশি অভিযান বাংলার সিআইডি আধিকারিকদের ৷ জানা গিয়েছে, ঝাড়খণ্ডের বাড়িতে এ দিন সকালেই হাজির হন সিআইডি-র গোয়েন্দারা ৷ সূত্রের খবর, আগে থেকে স্থানীয় থানাকে জানিয়েই এই অভিযানে নামে রাজ্যের সিআইডি আধিকারিকরা (West Bengal CID Raid at Jharkhand Congress Leader Irfan Ansari House in Jamtara) ৷ কারণ, এর আগের তল্লাশি অভিযানগুলিতে একাধিক জায়গায় বাধার মুখে পড়তে হয়েছে রাজ্যের গোয়েন্দা দফতরকে ৷
এ দিন সিআইডি’র একটি বিশেষ প্রতিনিধি দল ইরফান আনসারির বাড়িতে তল্লাশি অভিযান চালায় ৷ সেখান থেকে নগদ 5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ৷ সঙ্গে একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সিআইডি গোয়েন্দারা জানাচ্ছেন, ওই গাড়িটি তাঁরা সিসিটিভি দেখে শনাক্ত করেছেন ৷ গত 21 জুলাই কংগ্রেসের তিন বিধায়ক কলকাতায় আসেন ৷ সদর স্ট্রিটের একটি হোটেলে ওঠেন ৷ এর পর মাঝে অসম ঘুরে কয়েকদিন আগে লক্ষাধিক টাকা নিয়ে, তাঁরা ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দেন ৷ সিআইডি গোয়েন্দারা জানাচ্ছেন, সিসিটিভি ফুটেজ থেকে গাড়িটিকে তাঁরা শনাক্ত করেন ৷ এর পর আজ ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়ক ইরফান আনসারির বাড়ি থেকে সেই গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে ৷