কলকাতা, 24 মে : কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আদালতের নির্দেশে এখন গৃহবন্দি। এ দিকে, করোনা পরিস্থিতির মোকাবেলা করতে রাজ্য সরকার টাস্ক ফোর্স গঠন করেছে । সেই দায়িত্ব ছিল ফিরহাদ হাকিমে। এর ফলে করোনা মোকাবেলার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দায়িত্ব ভার দেওয়া হল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে । এই কমিটি শুধুমাত্র করোনা অতিমারি মোকাবেলায় কাজ করবে।
কমিটির অন্য দুই সচিব সদস্য হলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব, এইচ কে দ্বিবেদী এবং রাজ্যের পুর বিষয়ক এবং নগর উন্নয়ন সচিব, খলিল আহমেদ । এই কমিটি দরকার মতো প্রশাসক বোর্ডের অন্যান্য সদস্যদের মতামত নিতে পারবে ।
কোভিড মোকাবিলায় পুরসভার কমিটির দায়িত্বে আলাপন - আলাপন বন্দ্যোপাধ্যায়
আলাপন বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে কমিটি গঠন করা হল তার মূল কাজ কলকাতা শহরের পুরসভার অন্তর্ভুক্ত এলাকাগুলিতে যাতে সঠিক ভাবে পরিচালনা করা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা তা দেখা। এই কমিটি কলকাতা পুরসভার অন্যান্য বিষয়ে হস্তক্ষেপ করবে না।
আলাপন বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে কমিটি গঠন করা হল তার মূল কাজ কলকাতা শহরের পুরসভার অন্তর্ভুক্ত এলাকাগুলিতে যাতে সঠিক ভাবে পরিচালনা করা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা, তা দেখা । এই কমিটি কলকাতা পুরসভার অন্যান্য বিষয়ে হস্তক্ষেপ করবে না।