কলকাতা, 22 জুলাই : বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কমবেশি সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি । বাকি ছিল তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক পরিবারের একজন মহিলাকে মাসিক 500 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার বিষয়টি । বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই প্রকল্পের ছাড়পত্র মিলল ৷
এদিন মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প । এই প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবারের একজন করে মহিলাকে মাসিক 500 টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার । আর তফশিলি জাতি এবং উপজাতির মহিলারা পাবেন মাসিক 1 হাজার টাকা ।
আরও পড়ুন :পেগাসাস ওয়াটারগেট কেলেঙ্কারির থেকেও ভয়ঙ্কর, দাবি মমতার
মুখ্যমন্ত্রী জানান, আবারও রাজ্যে চালু হতে চলেছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প । আগামী 16 অগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ফের ওই ক্যাম্পের মাধ্যমে একাধিক প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন আমজনতা । একই সঙ্গে যারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চান, তাঁরা এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন জানাবেন । সে ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আবেদনের যৌক্তিকতা বিচার করে 1 সেপ্টেম্বর থেকে বাংলার মেয়েদের এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে ৷