পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

West Bengal Cabinet Reshuffle: শপথ নিলেন মমতার মন্ত্রিসভার 9 মন্ত্রী

শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার নতুন মন্ত্রীরা (West Bengal cabinet reshuffle)৷ 5 জন পূর্ণমন্ত্রী, 2 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন (Mamata Banerjee cabinet rejig)৷

west-bengal-cabinet-reshuffle-Mamata Banerjee ministers-take oath
শপথ নিলেন মমতার মন্ত্রিসভার 9 মন্ত্রী

By

Published : Aug 3, 2022, 4:33 PM IST

Updated : Aug 3, 2022, 7:30 PM IST

কলকাতা, 3 অগস্ট: পূর্ণমন্ত্রী হিসেবে রাজ্য মন্ত্রিসভায় (Mamata Banerjee cabinet rejig)৷ জায়গা পেলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo), জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক এবং উদয়ন গুহ । প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন সত্যজিত্‍ বর্মন এবং তাজমুল হোসেন। এ দিন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৌধুর। উল্লেখ্য বীরবাহা হাঁসদা ছাড়া এই তালিকায় থাকা ৮ জনই মন্ত্রিসভায় নতুন মুখ। বীরবাহা হাঁসদা খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন (West Bengal cabinet reshuffle)।

শপথগ্রহণ অনুষ্ঠান

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মন্ত্রিসভায় রদবদলের কথা । জানিয়েছিলেন, পূর্বেকার মন্ত্রিসভা থেকে কয়েকজন বাদ যাবেন, কয়েকজন সেই স্থানে যোগ হবেন । রাজ্য মন্ত্রিসভায় তিন মন্ত্রীর স্থান ইতিমধ্যেই ফাঁকা ছিল । সাধন পাণ্ডে ও সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর ফাঁকাই ছিল তাঁদের পদ । গত বছরের 4 নভেম্বর মারা যান সুব্রত আর চলতি বছরের 22 ফেব্রুয়ারি মারা যান সাধন । এ দিকে আবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ায় তাঁকে শিল্প দফতরের মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ।

শপথ নিলেন মমতার মন্ত্রিসভার 9 মন্ত্রী

আরও পড়ুন:পরিবহণ-সহ একাধিক দফতরে রদবদল, অভিষেকের ছায়া দেখছেন রাজনীতিকরা

আজ রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এই মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যের দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন ৷ তিন ধাপে হয় শপথগ্রহণ ৷

Last Updated : Aug 3, 2022, 7:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details