পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মমতার মন্ত্রিসভায় দায়িত্বে 9 মহিলা, গুরুত্ব সংখ্যালঘুদেরও - মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় বারের সরকারে মন্ত্রিসভায় গুরুত্ব পেলেন মহিলা ও সংখ্যালঘুরা ৷ 9 জন মহিলাকে মন্ত্রী করা হয়েছে ৷ মন্ত্রী হয়েছেন 7 জন সংখ্যালঘু বিধায়ক ৷

west-bengal-cabinet-ministers-2021 9 women and 7 minority MLAs get ministry
মমতার মন্ত্রিসভায় দায়িত্বে 9 মহিলা, গুরুত্ব সংখ্যালঘুদেরও

By

Published : May 11, 2021, 11:30 AM IST

কলকাতা, 11 মে: তৃতীয় দফার সরকার গঠনে মহিলাদের উপর বাড়তি ভরসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর 44 সদস্যের মন্ত্রিসভায় তিনি-সহ রয়েছেন 9 জন মহিলা ৷ সোমবার যে 43 জন মন্ত্রী শপথ নিয়েছেন তাঁর মধ্যে ছিলেন 8 জন মন্ত্রী ৷ একজন পূর্ণমন্ত্রী, তিন জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও চার জন প্রতিমন্ত্রী ৷ মমতার নয়া মন্ত্রিসভায় গুরুত্ব দেওয়া হয়েছে সংখ্যালঘুদেরও ৷ মন্ত্রী করা হয়েছে সাতজন মুসলিম বিধায়ককে ৷

এর আগের নির্বাচনে জয়লাভের পর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে মহিলা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মাত্র 2 জন, শশী পাঁজা ও সন্ধ্যারানি টুডু ৷ এ বার সেই সংখ্যাটা এক লাফে অনেকটা বেড়েছে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবারের ভোটে তৃণমূলের বিপুল ভোটে জয়লাভের অন্যতম কান্ডারী মহিলারা ৷ ক্ষমতায় আসার পর বাংলার মহিলাদের এ জন্য কুর্নিশও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ হয়তো তারই প্রতিফলন এ বারের মন্ত্রিসভায় পড়েছে ৷

মহিলা মন্ত্রী কারা ?

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হয়েছেন শশী পাঁজা ৷ আগের মন্ত্রিসভায় তাঁর পুরনো জায়গা নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরেরই দায়িত্ব সামলাবেন তিনি ৷ তৃণমূলের আগের দুই সরকারেও মন্ত্রী ছিলেন শশী পাঁজা ৷

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন রত্ন দে নাগ, চন্দ্রিমা ভট্টাচার্য ও সন্ধ্যারানি ৷ পুর ও নগরোন্নয়নের স্বাধীন দায়িত্ব ছাড়াও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ও পুনর্বাসন দফতর সামলাবেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ 2011 সালে যে সরকার ছিল সেখানেও প্রতিমন্ত্রী ছিলেন তিনি ৷ 2016 সালে পরাজিত হয়েছিলেন ৷ তবে দক্ষিণ কাঁথির উপনির্বাচনে জেতার পর তাঁকে ফের প্রতিমন্ত্রী করা হয় ৷

এ বারের মন্ত্রিসভায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর সামলাবেন সন্ধ্যারানি ৷ পাশাপাশি পরিষদীয় প্রতিমন্ত্রীও হয়েছেন তিনি ৷ আগের দুটি বিধানসভা নির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন ৷ 2016 সালে তাঁকে প্রতিমন্ত্রী করা হয় ৷

আরও পড়ুন:অর্থে অমিত, শিল্পে পার্থ, শিক্ষায় ব্রাত্য; কে পেলেন কোন দফতর ?

প্রতিমন্ত্রী হয়েছেন শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা এবং জ্যোৎস্না মান্ডি ৷ প্রথম মন্ত্রী হয়েছেন রত্না, বীরবাহা, শিউলি ও জ্যোস্না ৷

পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিষয়ক দফতর দেওয়া হয়েছে পেশায় চিকিত্সক রত্নাকে ৷ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী হয়েছেন শিউলি সাহা ৷ ঝাড়গ্রাম থেকে প্রথমবারের জন্য মন্ত্রী হয়েছেন বীরবাহা হাঁসদা ৷ তিনি বন দফতরের প্রতিমন্ত্রী ৷ খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে জোৎস্না মান্ডিকে ৷ এ ছাড়া মালদার বিধায়ক সাবিনা ইয়াসমিনকে এ বার দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন এবং সেচ ও জলপথ প্রতিমন্ত্রীর পদ ৷

শুধু মহিলারাই নন, এ বারের ভোটে সংখ্য়ালঘু ভোটের একটা বড় অংশ মমতার দিকে গিয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ৷ তারই প্রতিফলন লক্ষ্য করা গিয়েছে মমতার মন্ত্রিসভায় ৷ 43 জন মন্ত্রীর মধ্যে 7 জন মুসলিম ৷ তাঁদের মধ্যে চার জন পূর্ণমন্ত্রী, একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও দু জন প্রতিমন্ত্রী রয়েছেন । পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম, জাভেদ আহমেদ খান, সিদ্দিকুল্লাহ চৌধুরী ও গোলাম রব্বানি । এ ছাড়াও মন্ত্রী হয়েছেন হুমায়ুন কবীর, সাবিনা ইয়াসমিন ও আখরুজ্জামান ৷

ABOUT THE AUTHOR

...view details