কলকাতা, 11 মে: তৃতীয় দফার সরকার গঠনে মহিলাদের উপর বাড়তি ভরসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর 44 সদস্যের মন্ত্রিসভায় তিনি-সহ রয়েছেন 9 জন মহিলা ৷ সোমবার যে 43 জন মন্ত্রী শপথ নিয়েছেন তাঁর মধ্যে ছিলেন 8 জন মন্ত্রী ৷ একজন পূর্ণমন্ত্রী, তিন জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও চার জন প্রতিমন্ত্রী ৷ মমতার নয়া মন্ত্রিসভায় গুরুত্ব দেওয়া হয়েছে সংখ্যালঘুদেরও ৷ মন্ত্রী করা হয়েছে সাতজন মুসলিম বিধায়ককে ৷
এর আগের নির্বাচনে জয়লাভের পর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে মহিলা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মাত্র 2 জন, শশী পাঁজা ও সন্ধ্যারানি টুডু ৷ এ বার সেই সংখ্যাটা এক লাফে অনেকটা বেড়েছে ৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবারের ভোটে তৃণমূলের বিপুল ভোটে জয়লাভের অন্যতম কান্ডারী মহিলারা ৷ ক্ষমতায় আসার পর বাংলার মহিলাদের এ জন্য কুর্নিশও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ হয়তো তারই প্রতিফলন এ বারের মন্ত্রিসভায় পড়েছে ৷
মহিলা মন্ত্রী কারা ?
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হয়েছেন শশী পাঁজা ৷ আগের মন্ত্রিসভায় তাঁর পুরনো জায়গা নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরেরই দায়িত্ব সামলাবেন তিনি ৷ তৃণমূলের আগের দুই সরকারেও মন্ত্রী ছিলেন শশী পাঁজা ৷
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন রত্ন দে নাগ, চন্দ্রিমা ভট্টাচার্য ও সন্ধ্যারানি ৷ পুর ও নগরোন্নয়নের স্বাধীন দায়িত্ব ছাড়াও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ও পুনর্বাসন দফতর সামলাবেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ 2011 সালে যে সরকার ছিল সেখানেও প্রতিমন্ত্রী ছিলেন তিনি ৷ 2016 সালে পরাজিত হয়েছিলেন ৷ তবে দক্ষিণ কাঁথির উপনির্বাচনে জেতার পর তাঁকে ফের প্রতিমন্ত্রী করা হয় ৷