কলকাতা, 6 ফেব্রুয়ারি: রাজ্য বাজেটে ভোট অন অ্যাকাউন্টে ঘাটতি 50 হাজার কোটি টাকার ওপর ৷ তবে, পার্শ্ব শিক্ষকদের বছরে 3 শতাংশ হারে বেতন বৃদ্ধি, অবসরে এককালীন 3 লাখ টাকা করে দেওয়ার আশ্বাসের পরেও তাঁদের স্থায়ীকরণের প্রশ্নে মুখ্যমন্ত্রী উচ্চবাচ্য করেননি ৷ মুখ্যমন্ত্রীর বাজেট বক্তৃতার দিনেই পার্শ্বশিক্ষকদের স্থায়ীকরণ ও নির্দিষ্ট বেতন কাঠামোর জন্য নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার ঘটে ৷ তাই এই বাজেটকে "মুখ্যমন্ত্রীর রাজনৈতিক স্বার্থরক্ষার বাজেট " বলে অভিযোগ বাম-কংগ্রেসের ৷
রাজ্যে ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও ভোট-উত্তাপ টের পাওয়া যাচ্ছে ৷ এই পরিস্থিতিতে বাম-কংগ্রেস জোট রাজ্য সরকারের বাজেট নিয়ে মিষ্টি কথা বলবে না, তা কারও অজানা ছিল না ৷ শুধু বাজেট বিরোধিতাই নয়, সারাদিন বাজেট ভাষণ চলাকালীন বিধানসভা চত্বরে রইলেন না রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। অধিবেশন বয়কট করে তাঁরা চলে গেলেন দলীয় কর্মসূচিতে। এবং বাজেটে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ৷ অন্যদিকে সুজন চক্রবর্তীর অভিযোগ, "মুখ্যমন্ত্রী রাজ্যটাকে ছারখার করে দিয়েছেন ৷"
আরও পড়ুন : কলকাতার নতুন নগরপাল হলেন সৌমেন মিত্র