পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Primary Teacher Recruitment: প্রকাশ পাচ্ছে 60 হাজার প্রাথমিক শিক্ষকের মেধাতালিকা, আদালতে জানাল পর্ষদ

প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রকাশ পাচ্ছে 60 হাজার চাকরিপ্রার্থীর মেধাতালিকা ৷ 30 নভেম্বর সেই তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করতে চলেছে পর্ষদ (WB Board to release Merit list of Primary Teachers) ।

Etv Bharat
Primary Teacher

By

Published : Sep 23, 2022, 4:55 PM IST

Updated : Sep 23, 2022, 5:38 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর:প্রকাশ পেতে চলেছে 60 হাজার চাকরিপ্রার্থীর মেধাতালিকা ৷ 2014 সালের টেট পরীক্ষার ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে মেধাতালিকা তৈরি হয়েছিল, সমস্ত নম্বরের বিভাজন-সহ আগামী 30 নভেম্বর সেই তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করতে চলেছে পর্ষদ (West Bengal Board of Primary Education) । শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে জানালেন পর্ষদের আইনজীবী (WB Board to release Merit List of Primary Teachers) ।

এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, 2016 এবং 2020-তে প্রায় 60 হাজার মেধাতালিকাভুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন ৷ তাঁদের নম্বরের বিভাজন-সহ তালিকা প্রকাশ করা হবে 30 নভেম্বর । কারণ, এত প্রার্থীর নথি প্রকাশ করতে সময় লাগবে । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতে সন্মতি জানিয়েছেন ।

আরও পড়ুন: 'ভুয়ো' নিয়োগপত্র হাতে চাকরিতে যোগ দিতে এসে শ্রীঘরে !

Last Updated : Sep 23, 2022, 5:38 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details