কলকাতা, 27 ডিসেম্বর : বঙ্গ-বিজেপির বিশেষ বৈঠক ৷ আর সেই বৈঠকের সময়কালও অত্যন্ত তাৎপর্যপূর্ণ (BJP Special Organisational Meeting) ৷ একদিকে ভোটের ময়দানে পিছিয়ে পড়ছে গেরুয়া শিবির, অন্যদিকে সাংগঠনিক রদবদল নিয়ে অসন্তোষের জেরে ‘হোয়াটসঅ্যাপ বিদ্রোহ’ হচ্ছে বিভিন্ন জেলায় ৷ ফলে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের (BJP General Secretary Organisation BL Santosh) উপস্থিতিতে ঠিক কী আলোচনা হয় ওই বিশেষ বৈঠকে, সোমবার সকাল থেকে সেই দিকেই নজর ছিল রাজ্যের রাজনৈতিক মহলের ৷
এদিন ন্যাশনাল লাইব্রেরিতে ওই বৈঠকের আয়োজন করেছিল গেরুয়া শিবির (west bengal bjp special organisational meeting at national library kolkata) ৷ বৈঠকে প্রবেশের আগে অবশ্য দলের অন্দরে বিদ্রোহের কথা মানতে চাননি বঙ্গ-বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ৷ পুরোটাই সংবাদমাধ্যমের সাজানো বলে মত প্রকাশ করেছেন ৷ একই সঙ্গে এদিন সংগঠন নিয়ে কী আলোচনা হবে, তাও বলতে অস্বীকার করেন ৷ তিনি শুধু বলেন, ‘‘এটা সাংগঠনিক বৈঠক । দলের সংগঠনের কাজেই আজ নবনিযুক্ত সকল রাজ্য কমিটি সদস্য ও জেলার সভাপতিদের এই বৈঠকে ডাকা হয়েছে ৷’’
তবে বিজেপির একটি সূত্রের খবর, কলকাতা পৌরনিগমের নির্বাচনে বিজেপির ভরাডুবির পর দলের সংগঠন চাঙ্গা করতেই এই বিষয়ে বৈঠক ডাকা হয় ৷ তাছাড়া নতুন জেলা কমিটি নিয়ে ক্ষোভ-অসন্তোষ কীভাবে মেটানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে ৷ এমনকী, নবনিযুক্ত জেলা সভাপতিরা কমিটি গঠনের সময় যাতে যোগ্যদের স্থান দেন, সেই বিষয়েও কড়া নির্দেশ দেওয়া হয় ৷