কলকাতা, 28 নভেম্বর: কলকাতায় এখনও প্রার্থিতালিকা বার করতে পারেনি দল । কিন্তু ত্রিপুরায় জয়ের (Tripura Municipal Election Result 2021) রেশ এই শহরে টেনে আনলেন বিজেপি-র নেতা-কর্মীরা । রবিবার দুপুরে ত্রিপুরা পৌর নির্বাচনে জয় নিশ্চিত হতেই, উচ্ছ্বাসে মাতলেন তাঁরা । চলল মিষ্টিমুখ এবং আবিরখেলা ।
রবিবার ত্রিপুরার 334টি ওয়ার্ডের মধ্য 329টিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি (BJP Wins Tripura Municipal Election 2021) । বামেদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে আগরতলা পৌরনিগম । দুপুরেই তার রেশ পৌঁছে যায় কলকাতায় । দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (West Bengal BJP President Sukanta Majumdar) বিজয়োল্লাসের ঘোষণা করেন ।
আরও পড়ুন:Tripura Municipal Election Result 2021: বিরোধী ভোট ভাগাভাগিতেই ত্রিপুরা পৌর নির্বাচনে পোয়াবারো বিজেপির
তার পরই মুরলিধর সেন লেনে বিজেপি-র কার্যালয়ের বাইরে উৎসবের আবহ দেখা দেয় । পরস্পরকে মিষ্টিমুখ করান দলের কর্মীরা । গেরুয়া আবির মেখে জয় উদযাপন করেন । ফাটানো হয় বাজিও ।
ত্রিপুরায় জয় নিয়ে রাজ্য বিজেপি-র সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী বলেন, ‘‘বিজেপি যেখানেই সরকার গড়েছে, মানুষের জন্য কাজ করেছে । তাই মানুষই বারবার ফিরিয়ে আনছে বিজেপি-কে । তৃণমূল সন্ত্রাসের রাজনীতি করে বলে মানুষ প্রত্যাখ্যান করেছে ওদের ৷ সেমি ফাইনালে খেলতে গিয়ে পা ভেঙে ফিরল তৃণমূল ৷’’
ত্রিপুরায় জয়ের রেশ কলকাতাতেও আরও পড়ুন:Tripura Municipal Election Result 2021 : 2023 আমাদের, ত্রিপুরায় ভোটের ফল বেরোতেই টুইট কুণালের
তবে ত্রিপুরা পৌর নির্বাচনে জয় নিয়ে বিজেপি উৎফুল্ল হলেও, সেখানে খাতা খুলেই তৃণমূল যেভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, তা গেরুয়া শিবিরের জন্য অশনিসঙ্কেত বলে মনে করছে রাজনৈতিকমহল ৷