কলকাতা, 20 সেপ্টেম্বর: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে (Queen Elizabeth II) শ্রদ্ধা জানাল রাজ্য বিধানসভা (West Bengal Assembly)৷ রানির স্মৃতিতে আজ অধিবেশন কক্ষে 2 মিনিট নীরবতা পালন করলেন বিধানসভার সদস্যরা ৷
রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পর টুইটে তাঁর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছিলেন, "রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে ব্রিটিশ রাজপরিবার এবং ব্রিটেনের জনগণের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি । দীর্ঘতম শাসনকারী ব্রিটিশ রানি স্বর্গীয় আবাসে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি যুগের অবসান ঘটল ।" মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশের পর এ বার রানিকে শ্রদ্ধা জানানো হল রাজ্য বিধানসভাতেও ৷ 2 মিনিট নীরবতা পালন করে রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানালেন শাসক ও বিরোধী দলের বিধায়ক ও অন্যান্য সদস্যরা ৷