কলকাতা, 2 মার্চ : ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট নিয়ে কংগ্রেস নেতা আনন্দ শর্মার সমালোচনার মুখে পড়েছিলেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ মঙ্গলবার তারই পালটা আক্রমণ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ৷ তাঁর দাবি, এই নেতারা দীর্ঘদিন ধরে কংগ্রেসের ক্ষমতা ভোগ করেছে ৷ নিজেদের পাওনা বুঝে নিয়েছে ৷ এখন তাঁরা মনে করছে যে কংগ্রেসে আর তাঁদের কিছু পাওয়ার নেই ৷ তাই তাঁরা কংগ্রেসের বদনাম করছে ৷
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বামফ্রন্টের সঙ্গে জোট করে লড়াই করার জন্য বেশ কয়েকমাস ধরেই আলাপ আলোচনা চলছে ৷ দুই পক্ষের মধ্যে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে ৷ প্রদেশ সভাপতি হিসেবে অধীরই এই জোটে কংগ্রেসের হয়ে আলোচনা চালাচ্ছেন ৷ কিন্তু এই পরিস্থিতিতে আচমকা জোটের মধ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ-এর উদয় হয়েছে ৷ তাদের সঙ্গে বামেদের একপ্রকার আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত কথাবার্তা হয়ে গেলেও, কংগ্রেসের সঙ্গে এখনও কিছুটা ‘দূরত্ব’ রয়ে গিয়েছে ৷
এই অবস্থায় গত রবিবার ব্রিগেডের জনসভায় আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকীর উপস্থিতি ও ভাষণ ঘিরে নানা মহলে নানা কথা চলছে ৷ কেউ কেউ বলছেন যে কীভাবে বাম-কংগ্রেস এমন একটি শক্তির সঙ্গে হাত মেলাচ্ছে, যাঁরা ধর্মনিরেপক্ষ নয় ৷ এই বিষয়টি নিয়েই আনন্দ শর্মা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকে খোঁচা দিয়ে একটি টুইট করেন ৷ ধর্মনিরপেক্ষতার পথ থেকে কংগ্রেসের সরে আসা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি ৷