কলকাতা, 12 মার্চ:2021 বিধানসভা নির্বাচনে বাংলায় হেভিওয়েট প্রচারে নামছে বিজেপি । পরপর রাজ্যে প্রচারে আসছেন যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি, শাহনওয়াজ হোসেনের মতো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ আগামী 16 মার্চ আসছেন যোগী আদিত্যনাথ, 14 মার্চ স্মৃতি ইরানি ও শাহনওয়াজ হোসেন এবং 13 মার্চ আসছেন মনোজ তিওয়ারি ।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, 16 মার্চ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরুলিয়ার বলরামপুর কলেজ মাঠে জনসভা করবেন । এরপর তিনি হেলিকপ্টারে যাবেন রায়পুর সবুজ সংঘের মাঠে ৷ সেখানেও নির্বাচনী জনসভা রয়েছে তাঁর । এরপর পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেডিয়ামে জনসভায় যোগ দেবেন যোগী আদিত্যনাথ । বঙ্গ বিজেপি নেতৃত্ব যোগী আদিত্যনাথকে স্টার ক্যাম্পেনার হিসেবে চিহ্নিত করেছে ।
আদিত্যনাথের সফরের আগে 14 মার্চ স্মৃতি ইরানি ফকির ডাঙা মানবাজার মাঠে জনসভা করবেন । এরপর কাঁথি উত্তরের বিজেপি বিধায়কের সমর্থনে জনসভায় অংশ নেবেন । ওই একই দিনে রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মন্ত্রী শাহনওয়াজ হোসেন ৷ তমলুকে রাজনৈতিক জনসভা করবেন তিনি । বিজেপি প্রার্থীদের হয়ে চালাবেন নির্বাচনী প্রচার। শেষে মেদিনীপুর পশ্চিম খড়গপুর বিধানসভা কেন্দ্রে প্রচার করবেন শাহনওয়াজ হোসেন ।
আরও পড়ুন:হুইলচেয়ারেই প্রচার করবেন মমতা, চিকিৎসকদের অনুমতির অপেক্ষা