কলকাতা, 7 ফেব্রুয়ারি : সিপিআইএম কর্মীদের প্রবল ইচ্ছে ব্রিগেডের সভায় ই-বার্তা দিন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে রোগশয্যায়। চলতি মাসের শেষ রবিবার ব্রিগেড সমাবেশ বামফ্রন্টের। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং পার্টির ছাত্র, যুব, তরুণরা চাইছেন ব্রিগেড সমাবেশে অন্তত ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখুন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়া-সহ রাজ্য কমিটির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে, অন্তত একবার বুদ্ধদেব ভট্টাচার্য আগত দর্শকদের প্রতি বলুন, "এই লড়াইয়ে জিততে হবে৷" বাকিটা সফল করার দায়িত্ব ব্রিগেডে আসা দলীয় কর্মীদের।
বুদ্ধদেব ভট্টাচার্যের পারিবারিক সূত্রে খবর, শারীরিক অবস্থা ভালো নেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এই অবস্থায় ভার্চুয়াল পদ্ধতিতে তিনি কতটা সাবলীল ভাবে বার্তা দিতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে। 24 ঘন্টা অক্সিজেনের সাপোর্ট নিয়েই বাড়িতে থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শরীর সুস্থ থাকলে অবশ্যই তিনি ব্রিগেডেই চলে যেতেন। এবছরও শরীর সুস্থ থাকলে তিনি ব্রিগেডে যাওয়ার চেষ্টা করবেন। না হলেও ব্রিগেডে আগত দলীয় কর্মীদের প্রতি বার্তা দেবেন ভার্চুয়াল পদ্ধতিতে। সবটাই নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর।