কলকাতা, 4 মার্চ : উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণ চাইল তৃণমূল কংগ্রেস ৷ এই নিয়ে দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন ৷ একটি চিঠি তিনি পাঠিয়েছেন নির্বাচন কমিশনে৷ সেখানেই সুদীপ জৈনের অপসারণ দাবি করা হয় ৷ বৃহস্পতিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে এই কথা বলেছেন সাংসদ তথা দলের বর্ষীয়ান নেতা সৌগত রায় ৷
কেন এই অভিযোগ সুদীপ জৈনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তুলল, তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন সৌগত রায় ৷ তাঁর দাবি, এবার পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা এই আধিকারিক পক্ষপাতমূলক আচরণ করতে পারেন ৷ বিজেপির হয়েও কাজ করতে পারেন ৷ সেই কারণেই এই অনুরোধ রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কাছে তৃণমূলের তরফে জানানো হয়েছে ৷
কেন পক্ষপাতদুষ্ট সুদীপ জৈন ? সেই বিষয়টিও এদিন স্পষ্ট করে দিয়েছেন দমদমের সাংসদ সৌগত রায় ৷ তিনি 2019 সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ তুলেছেন ৷ সেই ভোটের একেবারে শেষ পর্বে উত্তর কলকাতায় বিজেপির অমিত শাহের ব়্যালি ঘিরে ব্যাপক গোলমাল হয় ৷ বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় ৷ তৃণমূল অভিযোগ করে যে বিজেপির কর্মী-সমর্থকরা এই কাজ করেছে ৷ বিজেপি অভিযোগ অস্বীকার করে ৷