পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

করোনা ভ্যাকসিনের নথিতে মোদির ছবি, কমিশনে নালিশ তৃণমূলের - TMC

করোনা ভ্যাকসিন নেওয়ার পর যে নথি দেওয়া হচ্ছে, তাতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ৷ বুধবার এই নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের কাছে নালিশ জানালেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম ৷ তবে কমিশনের কাছে এই নিয়ে অভিযোগ জানানোর আগেই টুইটারে সরব হয়েছিল তৃণমূল ৷ টুইট করেছিলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন ৷

করোনা ভ্যাকসিনের নথিতে মোদির ছবি, কমিশনে নালিশ তৃণমূলের
করোনা ভ্যাকসিনের নথিতে মোদির ছবি, কমিশনে নালিশ তৃণমূলের

By

Published : Mar 3, 2021, 9:02 PM IST

কলকাতা, 3 মার্চ : করোনা ভ্যাকসিন নেওয়ার পর যে নথি দেওয়া হচ্ছে, তাতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ৷ এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস ৷ পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য় ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণ বিধি চালু হয়ে গিয়েছে ৷ তার পরও কেন মোদির ছবি করোনা ভ্যাকসিনের নথিতে থাকবে, সেই প্রশ্নই তুলেছে তৃণমূল ৷

বুধবার এই নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের কাছে নালিশ জানালেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের ভোটে প্রধানমন্ত্রী যখন স্টার ক্যাম্পেনার, তখন তাঁর ছবি কেন ভ্যাকসিনেশনের কাগজে থাকবে ? কেন এই বিষয়টিকে আদর্শ আচরণ বিধির পরিপন্থী বলা হবে না ? এটা দেওয়ার অর্থ সরকারি অর্থের বিজেপির প্রচার করা ।’’

তবে কমিশনের কাছে এই নিয়ে অভিযোগ জানানোর আগেই টুইটারে সরব হয়েছিল তৃণমূল ৷ টুইট করেছিলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন ৷ তিনি টুইটারে লিখেছিলেন, ‘‘ভোট ঘোষণা হয়ে গিয়েছে । অথচ কোভিড সংক্রান্ত বিভিন্ন দস্তাবেজে প্রধানমন্ত্রী জ্বলজ্বল করছেন । আমরা বিষয়টিকে নির্বাচন কমিশন নিয়ে যাব ।’’ এদিন ডেরেক ও'ব্রায়েন বলেন, ‘‘আমরা বিষয়টি নিয়ে কমিশনে অভিযোগ করেছি । কমিশন আমাদের আশ্বস্ত করেছেন দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । এখন দেখার আদৌও কমিশন সেই প্রতিশ্রুতি রাখে কি না ।’’

শুধু করোনার ভ্যাকসিন নয় আরও একটি বিষয় নিয়েও আপত্তি তুলেছেন ফিরহাদ ৷ তাঁর অভিযোগ, বহু পেট্রল পাম্পে মোদির ছবি আছে । প্রচারে মানুষকে প্রভাবিত করতে ব্যবহার করা হচ্ছে । তাঁর প্রশ্ন, কেন তা করা হবে ? অন্যদিকে বিজেপির দলীয় সভা থেকে যেভাবে কৈলাস বিজয়বর্গীয় সরকারি কর্মচারীদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন, সেই বিষয়টিও কমিশনের নজরে নিয়ে আসেন ফিরহাদ ।

আরও পড়ুন :কমিশনকে কি বিজেপি প্রভাবিত করার চেষ্টা করছে? প্রশ্ন উঠল ববির মন্তব্য়ে

এদিকে 80 বছরের উর্ধ্বদের জন্য যে পোস্টাল ব্যালট দেওয়া হচ্ছে, সেই ব্যালট কারা দিচ্ছেন তার স্লিপ যেন আগে থেকে দেওয়া হয়, এই দাবিও জানালেন ফিরহাদ হাকিম । এদিন তার সঙ্গে ছিলেন বৈশ্বানর চট্টোপাধ্যায়, সঞ্জিব বক্সি ও দেবলীনা বিশ্বাস ।

ABOUT THE AUTHOR

...view details