পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আগামীকাল চমকে ভরা তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হতে পারে - assembly election ২০২১

তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু চমক থাকতে পারে । তারকাদের পাশাপাশি আমলাদের নামও থাকতে পারে প্রার্থী তালিকায় ।

একুশের বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ
একুশের বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ

By

Published : Feb 28, 2021, 8:50 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি : হাতে সময় কম । 24 ঘণ্টার মাথায় প্রথম দফার মনোনয়ন শুরু হয়ে যাবে বঙ্গে । তাই আর অপেক্ষা নয় । হয়ত সোমবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হবে । মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ কালীঘাটের বাড়িতে 12 সদস্যের নির্বাচনী কমিটির বৈঠক । এই বৈঠকের পর প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর । নির্বাচন ঘোষণা হওয়ার দিন সাধারণত প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল । তবে এবার ব্যতিক্রমী পথে হেঁটে ওইদিন দলের নির্বাচনী কমিটি ঘোষণা করেছিল রাজ্যের শাসক দল । এবার সেই কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে ।

রাজ্যের শাসকদলের প্রার্থী তালিকায় কী চমক থাকছে তা দেখার জন্য কার্যত এখন থেকে প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে । শোনা যাচ্ছে সেই তালিকায় একদিকে যেমন বেশ কিছু তারকার নাম থাকবে তেমনি থাকবে রাজ্যের প্রাক্তন কিছু আমলার নাম । সেইসঙ্গে কলকাতা পৌরনিগমের বিগত বোর্ডের কিছু কাউন্সিলরের নামও এবার এই তালিকায় থাকতে পারে । জানা গিয়েছে, সোমবার যে প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে, সেই তালিকায় রীতিমতো চমক থাকছে । সূত্রের খবর, সেই প্রাক্তন আমলাদের মধ্যে থাকছেন রাজীব সিনহা । যিনি রাজ্যের মুখ্যসচিব হিসেবে কাজ করেছেন । থাকছেন প্রাক্তন পুলিশ আধিকারিক হুমায়ুন কবীর । থাকছেন অভিনেত্রী সায়নী ঘোষও । ওই তালিকায় থাকছে কলকাতা পৌরনিগমের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের নামও ।

আরও পড়ুন :মানিকচক কেন্দ্র থেকে নিজেকে প্রার্থী ঘোষণা সাবিত্রী মিত্রর

তবে রাজনীতির জগতে সেভাবে পরিচিত নন এমন কিছু নামও এবারে তৃণমূলের প্রার্থী তালিকায় থাকবে বলে জানা গিয়েছে । সেইসঙ্গে একঝাঁক নতুন মুখ তুলে আনা হতে পারে বলে জানা গিয়েছে । সেই তালিকায় থাকতে পারে দেবাংশু ভট্টাচার্যের নামও । নাম থাকতে পারে তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহার । পাশাপাশি পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, অভিনেত্রী জুন মালিয়া, অভিনেতা দীপঙ্কর দে, ক্রিকেটার মনোজ তিওয়ারির নামও । তবে বেশ কিছু বিধায়ক ও মন্ত্রীর নাম এবারের তালিকা থেকে বাদ পড়তে পারে বলে মনে করা হচ্ছে । তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সব আসনের প্রার্থীদের নাম কাল ঘোষণা নাও হতে পারে । গোটা 10-12 আসন ফাঁকা রাখা হতে পারে । পরে সেইসব আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হবে ।

আরও পড়ুন :বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা আজই চূড়ান্ত করছে BJP ?

একসঙ্গে এও জানা গিয়েছে, এবারের প্রার্থী তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পিকের মতামতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে । সেকারণে তুলনায় নবীন প্রার্থীর সংখ্যা এবারে বেশি । সেইসঙ্গে কিছু বর্ষীয়ান বিধায়ক ও মন্ত্রীর নাম বাদ পড়তে পারে তালিকা থেকে । সবথেকে বড় চমক হতে পারেন দিদির কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডলের । তাঁর নামও থাকতে পারে তালিকায় ।

ABOUT THE AUTHOR

...view details