কলকাতা, 10 মার্চ : গতকালই পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে অপসারিত করেছে নির্বাচন কমিশন । তাঁর জায়গায় নতুন ডিজি করা হয়েছে পি নীরজনয়নকে । বীরেন্দ্রকে যে শুধুমাত্র অপসারিত করা হয়েছে তাই নয়, কমিশনের নির্দেশ অনুযায়ী নির্বাচন প্রক্রিয়ার সরাসরি যোগাযোগ আছে এরকম কোনও পদে থাকতে পারবেন না তিনি ।
এদিকে বীরেন্দ্রর অপসারণ নিয়ে নির্বাচন কমিশনের উপর খড়গহস্ত হয়েছে তৃণমূল নেতৃত্ব । এই প্রসঙ্গে তৃণমূল সংসদ সৌগত রায় বলেন, বিজেপির ইচ্ছে এবং নির্দেশ অনুযায়ী কাজ করছে নির্বাচন কমিশন । বিজেপি যা বলছে তাই করছে । কমিশনের হাতে ক্ষমতা আছে তাই এই ব্যাপারে আমাদের কিছুই করার নেই । বীরেন্দ্র একজন সৎ এবং নিরপেক্ষ অফিসার । কিন্তু এইভাবে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না । আমরা এই প্রতিকূলতার মধ্যেই নির্বাচন লড়ব এবং জিতব ৷