পশ্চিমবঙ্গ

west bengal

সৌরভ কি মোদির ব্রিগেডে যাচ্ছেন? জল্পনা উসকে স্বাগত জানাল বিজেপি

By

Published : Mar 3, 2021, 1:54 PM IST

Updated : Mar 3, 2021, 2:17 PM IST

সৌরভ গঙ্গোপাধ্য়ায় ব্রিগেডে নরেন্দ্র মোদির সমাবেশে যাচ্ছেন কি না, তা নিয়ে জল্পনা কাটল না। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানালেন, শরীর ঠিক থাকলে সৌরভ যদি আসেন, তাহলে তাঁকে স্বাগত।

west bengal assembly election 2021: Sourav Ganguly "Will Be Most Welcome" At PM Rally, For Him To Decide: BJP
সৌরভ কি মোদির ব্রিগেডে যাচ্ছেন? জল্পনা উসকে স্বাগত জানাল বিজেপি

কলকাতা, 3 মার্চ: রাজনীতির অলিন্দে না-থেকেও বঙ্গ রাজনীতির সঙ্গে যেন ওতপ্রতোভাবে জড়িয়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম । তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কি না, তিনি আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন কি না - এমনই নানা জল্পনা ঘোরাফেরা করা শুরু করেছে অনেক দিন আগে থেকেই । এ বার জল্পনা শুরু হয়েছে আগামী 7 মার্চ ব্রিগেডের সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে মহারাজকে দেখা যাবে কি না, তা নিয়ে । সৌরভের ঘনিষ্ঠ মহল এমন সম্ভাবনা উড়িয়ে দিলেও আশা ছাড়তে নারাজ গেরুয়া শিবি র। তারা যে সবসময়ই ''বাংলার দাদা'' কে স্বাগত জানাতে তৈরি, তা জানিয়ে দিয়েছে বিজেপি ।

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় সৌরভকে দেখা যাবে কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে । মঙ্গলবার এই খবর সুনামির মতো আছড়ে পড়ে বাংলার ভোটের ময়দানে । মহারাজ অবশ্য তাঁর মহারাজকীয় ভাবমূর্তি বজায় রেখে এ ব্যাপারে একটিও শব্দ খরচ করেননি । তবে তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, মোদির সভায় যাওয়ার কোনও সম্ভাবনা নেই সৌরভের । হৃদযন্ত্রে তিনটি স্টেন্ট বসানোর পর থেকে এখনও প্রায় বাড়িতেই বন্দি প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক । সবে বিজ্ঞাপনের শ্যুটিং শুরু করেছেন, তাও কড়া বিধিনিষেধের মধ্যেই । দিনকয়েক আগে মোতেরা যাওয়ারও অনুমতি পাননি চিকিত্‍‌সকদের থেকে । তাই শারীরিক কারণেই ব্রিগেডের সমাবেশে সৌরভের উপস্থিতির কোনও সম্ভাবনা দেখছে না তাঁর ঘনিষ্ঠ মহল ।

আরও পড়ুন:মোদির ব্রিগেড সভায় থাকছেন না সৌরভ, থাকতে পারেন মিঠুন-প্রসেনজিৎ

যদিও বিজেপি আশা ছাড়তে রাজি নয় । বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ''আমরা জানি বাড়িতে বিশ্রামে রয়েছেন সৌরভ । যদি শরীর ও আবহাওয়ার অনুমতি পেয়ে তিনি সমাবেশে আসবেন বলে মনে করেন, তাহলে তাঁকে স্বাগত। তিনি উপস্থিত থাকলে তাঁর ভালো লাগবে বলেই আমাদের ধারণা । জনতারও খুব ভালো লাগবে । কিন্তু জানি না । তিনি আসবেন কি না, সেই সিদ্ধান্ত একান্তই তাঁর ।''

এ ব্যাপারে অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি সৌরভের থেকে । তিনি ব্রিগেডে আসার ব্যাপারে কোনও প্রতিশ্রুতি দিয়েছেন ? বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ''এ বিষয়ে আমাদের সৌরভের সঙ্গে কোনও কথা হয়নি ।'' কাজেই সৌরভকে নিয়ে জল্পনা এখনই কাটার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে না । ব্রিগেড সমাবেশে তিনি যদি যোগ নাও দেন, তারপরেও বিধানসভা ভোটের আগে তাঁর রাজনীতিতে যোগদানের সম্ভাবনা থেকেই যাচ্ছে । উদ্ভুত পরিস্থিতি মহারাজ স্ট্রেট ব্যাটে খেলেন, নাকি বাপী বাড়ি যা বলে উড়িয়ে দেন, তা জানতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে ।

Last Updated : Mar 3, 2021, 2:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details