কলকাতা, 3 মার্চ: রাজনীতির অলিন্দে না-থেকেও বঙ্গ রাজনীতির সঙ্গে যেন ওতপ্রতোভাবে জড়িয়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম । তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কি না, তিনি আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন কি না - এমনই নানা জল্পনা ঘোরাফেরা করা শুরু করেছে অনেক দিন আগে থেকেই । এ বার জল্পনা শুরু হয়েছে আগামী 7 মার্চ ব্রিগেডের সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে মহারাজকে দেখা যাবে কি না, তা নিয়ে । সৌরভের ঘনিষ্ঠ মহল এমন সম্ভাবনা উড়িয়ে দিলেও আশা ছাড়তে নারাজ গেরুয়া শিবি র। তারা যে সবসময়ই ''বাংলার দাদা'' কে স্বাগত জানাতে তৈরি, তা জানিয়ে দিয়েছে বিজেপি ।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় সৌরভকে দেখা যাবে কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে । মঙ্গলবার এই খবর সুনামির মতো আছড়ে পড়ে বাংলার ভোটের ময়দানে । মহারাজ অবশ্য তাঁর মহারাজকীয় ভাবমূর্তি বজায় রেখে এ ব্যাপারে একটিও শব্দ খরচ করেননি । তবে তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, মোদির সভায় যাওয়ার কোনও সম্ভাবনা নেই সৌরভের । হৃদযন্ত্রে তিনটি স্টেন্ট বসানোর পর থেকে এখনও প্রায় বাড়িতেই বন্দি প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক । সবে বিজ্ঞাপনের শ্যুটিং শুরু করেছেন, তাও কড়া বিধিনিষেধের মধ্যেই । দিনকয়েক আগে মোতেরা যাওয়ারও অনুমতি পাননি চিকিত্সকদের থেকে । তাই শারীরিক কারণেই ব্রিগেডের সমাবেশে সৌরভের উপস্থিতির কোনও সম্ভাবনা দেখছে না তাঁর ঘনিষ্ঠ মহল ।