কলকাতা, 17 মার্চ: পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল ভোটগ্রহণ। সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে প্রথম দফার নির্বাচনের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ । পূর্ব মেদিনীপুরে সোমবার থেকে এই ভোটগ্রহণ শুরু হয়েছে ।
যে সব ভোটাররা বুথে গিয়ে ভোট দিতে পারবেন না, তাঁদের অ্যাবসেন্টি ভোটার বলা হচ্ছে । তাঁদের জন্যেই এই প্রথমবার এমন পরিষেবা চালু করল রাজ্য নির্বাচন কমিশন । বিশেষভাবে সক্ষম এবং 80 ঊর্ধ্ব ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের ভোট সংগ্রহ করা হচ্ছে । বাড়ি বাড়ি গিয়ে 27 মার্চ প্রথম দফার নির্বাচনের ভোটগ্রহণ চলছে । এই প্রক্রিয়া চলবে 25 মার্চ পর্যন্ত ।
করোনা আবহে বিহারের নির্বাচনের সময় এই পন্থা চালু করে কমিশন । এ বার বিহারকে রোলমডেল করে রাজ্যেও শুরু হল এই ব্যবস্থা । কমিশনের এক আধিকারিক বলেন যে, পূর্ব মেদিনীপুরে যেহেতু ভোটার সংখ্যা অনেক এবং সেখানে ইতিমধ্যেই ইলেক্টোরাল রোল তৈরি হয়ে গিয়েছে, তাই বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে সোমবার থেকেই । এই অঞ্চলে এই ধরনের ভোটারদের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার ।