পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু

রাজ্যে শুরু হয়ে গেল প্রথম দফার ভোটগ্রহণ ৷ সোমবার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরে ৷ রাজ্যে প্রথম বার এই পরিষেবা চালু হল ৷

west bengal assembly election 2021: postal ballot voting started in purba and paschim medinipur
রাজ্যে শুরু হল প্রথম দফার ভোটগ্রহণ

By

Published : Mar 17, 2021, 7:05 AM IST

Updated : Mar 17, 2021, 8:44 AM IST

কলকাতা, 17 মার্চ: পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল ভোটগ্রহণ। সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে প্রথম দফার নির্বাচনের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ । পূর্ব মেদিনীপুরে সোমবার থেকে এই ভোটগ্রহণ শুরু হয়েছে ।

যে সব ভোটাররা বুথে গিয়ে ভোট দিতে পারবেন না, তাঁদের অ্যাবসেন্টি ভোটার বলা হচ্ছে । তাঁদের জন্যেই এই প্রথমবার এমন পরিষেবা চালু করল রাজ্য নির্বাচন কমিশন । বিশেষভাবে সক্ষম এবং 80 ঊর্ধ্ব ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের ভোট সংগ্রহ করা হচ্ছে । বাড়ি বাড়ি গিয়ে 27 মার্চ প্রথম দফার নির্বাচনের ভোটগ্রহণ চলছে । এই প্রক্রিয়া চলবে 25 মার্চ পর্যন্ত ।

করোনা আবহে বিহারের নির্বাচনের সময় এই পন্থা চালু করে কমিশন । এ বার বিহারকে রোলমডেল করে রাজ্যেও শুরু হল এই ব্যবস্থা । কমিশনের এক আধিকারিক বলেন যে, পূর্ব মেদিনীপুরে যেহেতু ভোটার সংখ্যা অনেক এবং সেখানে ইতিমধ্যেই ইলেক্টোরাল রোল তৈরি হয়ে গিয়েছে, তাই বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে সোমবার থেকেই । এই অঞ্চলে এই ধরনের ভোটারদের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার ।

এই সপ্তাহ থেকে পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর শুরু হবে এই একই প্রক্রিয়া । এই অঞ্চলে এই ধরনের ভোটারের সংখ্যা হল প্রায় সাড়ে নয় হাজার ।

আরও পড়ুন:মমতার বিরুদ্ধে শুভেন্দুর আনা অভিযোগ খারিজ নির্বাচন কমিশনে

কমিশন সূত্রের খবর, এই কাজের জন্য নির্বাচন কমিশন 164 জনের একটি দল গঠন করেছে। প্রতিটি দলে থাকছেন একজন ভোটকর্মী, দুজন কেন্দ্রীয় বাহিনী, দুজন রাজ্য পুলিশের কর্মী ও একজন ভিডিওগ্রাফার ।

তবে জেলা স্তরে এই নিয়ে ইতিমধ্যেই দুই দলের মধ্যে বেঁধেছে গোল। তৃণমূলের অভিযোগ যে, এ ভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে । যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব ।

Last Updated : Mar 17, 2021, 8:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details