পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পোস্টাল ব্যালটে কারচুপির আশঙ্কায় মুখ্যসচিবকে স্মারকলিপি বিজেপির - পোস্টাল ব্যালটে কারচুপির আশঙ্কায় মুখ্যসচিবকে স্মারকলিপি দিল বিজেপি

মঙ্গলবার বিজেপির তরফে রাজ্যের শীর্ষ নেতা মুকুল রায়, সংসদ স্বপন দাশগুপ্ত, বিধায়ক সব্যসাচী দত্ত এবং শিশির বাজোরিয়া নবান্নে যান ।

fear-of-fraud-in-postal-ballot-bjp-issues-memorandum-to-chief-secretary-in-navanna
fear-of-fraud-in-postal-ballot-bjp-issues-memorandum-to-chief-secretary-in-navanna

By

Published : Mar 9, 2021, 10:05 PM IST

কলকাতা, 9 মার্চ : পোস্টাল ব্যালটে কারচুপি হতে পারে, এই আশঙ্কায় আগেই নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি । বিষয়টি নিয়ে লালবাজারে গিয়ে কলকাতার নগরপালের কাছেও অভিযোগ করেছে তারা । এবার আরও একধাপ এগিয়ে একই অভিযোগে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য নেতৃত্ব ।

মঙ্গলবার বিজেপির তরফে রাজ্যের শীর্ষ নেতা মুকুল রায়, সাংসদ স্বপন দাশগুপ্ত, বিধায়ক সব্যসাচী দত্ত এবং শিশির বাজোরিয়া নবান্নে যান । সেখানে তাঁরা মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে পোস্টাল ব্যালটে কারচুপি হতে পারে এই মর্মে একটি স্মারকলিপি জমা দেন । বিজেপি সূত্রে খবর, স্মারকলিপিতে লেখা হয়েছে, পোস্টাল ব্যালট সহ ভোটে নানারকম কারচুপির আশঙ্কা করছে বিজেপি । যার মধ্যে অন্যতম পোস্টাল ব্যালট উধাও হয়ে যাওয়ার আশঙ্কা ।

মুখ্যসচিবকে দেওয়া বিজেপির স্মারকলিপি...

আরও পড়ুয়া : 'এবার কি জিশুর পালা?', ছবি শেয়ার রুদ্রনীলের

বিজেপির তরফে আরও দাবি তোলা হয়েছে, নির্দিষ্ট তিন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করতে হবে । তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কাজে যুক্ত করা যাবে না ৷ বিজেপির মূল অভিযোগ, পুলিশকর্মীদের জন্য নির্দিষ্ট পোস্টাল ব্যালটে প্রক্সি ভোট হতে পারে । এক্ষেত্রে কলকাতা পুলিশের তিন অধিকারিকের বিরুদ্ধে আজ অভিযোগ জানিয়েছে তারা ।

ABOUT THE AUTHOR

...view details