কলকাতা, 25 ফেব্রুয়ারি: ভোটারদের মন জয়ে এখন বাংলাজুড়ে নানা অভিনব প্রয়াস । গান, কবিতা, স্লোগানে রোজই একে-অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল । সেই জোয়ারে গা ভাসিয়ে নিজেদের প্রথাগত ভাবগম্ভীর ভাবমূর্তি থেকে বেরিয়ে আসতে চাইছে বামেরাও । তার প্রমাণ মিলেছে তাদের ''টুম্পা সোনা''-র প্যারোডি থেকেই । ব্রিগেডের প্রচারে সেই প্যারোডি নিয়ে যতই বিতর্ক হোক, ইন্টারনেটে হইহই করে চলছে এই গান । তার থেকেই অনুপ্রেরণা নিয়ে ব্রিগেড সমাবেশের প্রচারে আবারও অভিনব প্রচেষ্টা বামেদের । মানুষের কাছে সহজেই পৌঁছনোর জন্য তাঁদের এ বারের হাতিয়ারও গানের ভিডিয়ো ।
টুম্পা সোনার মতো চটুল গানের ব্যবহার বামেদের প্রচারে ? এই প্রশ্নেই ভ্রু কুঁচকেছিলেন অনেকে । প্রাচীন বামপন্থী ভাবধারার মানুষজন একে বাম সংস্কৃতির বিরোধী বলে দাবি করেছিলেন। তবে এই সিদ্ধান্ত যে সূক্ষ্ম চিন্তারই ফসল, তা প্রমাণিত হয়েছে টুম্পা সোনা প্যারোডির জনপ্রিয়তায় । আম আদমির মন ছুঁয়ে গিয়েছে আপাত চটুল এই গান । এর থেকেই যেন আরও চাঙ্গা হয়ে উঠেছে বাম শিবির । গত কয়েকটি নির্বাচনে তলানিতে চলে যাওয়া জ্যোতিবাবু-বুদ্ধদেব ভট্টাচার্যদের দল নয়া উদ্যমে এগোতে শুরু করেছে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মানুষের হৃদয় ছুঁতে তাদের সামনে একটাই লক্ষ্য, ব্রিগেড সমাবেশ সফল করা । তাই তার প্রচারে এতটুকু খামতি রাখছে না তারা । টুম্পা সোনা প্যারোডির জনপ্রিয়তার কথা মাথায় রেখে এ বার তাদের অস্ত্র, ''চলো ব্রিগেড চলো ।''