কলকাতা, 7 মার্চ : কলকাতার ব্রিগেড ময়দান ৷ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচার ৷ স্বাভাবিক ভাবেই ভারতীয় জনতার পার্টির ‘তারকা প্রচারক’ নরেন্দ্র মোদির আক্রমণের লক্ষ্য যে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, তা লেখাই বাহুল্য ৷ কিন্তু সেই আক্রমণে গিয়ে মোদি মমতাকে ‘গুগলি’ দেবেন নাকি ‘দুসরা’, সেই দিকেই তাকিয়ে ছিল বিজেপির সমর্থক থেকে আমজনতা ৷
রবিবাসরীয় দুপুরে নরেন্দ্র মোদি বারবার মমতার অস্ত্রেই মমতাকে ঘায়েল করতে চেয়েছেন ৷ এবারের বিধানসভা নির্বাচনে জয় পেতে তৃণমূল কংগ্রেসের স্লোগানগুলিকেই হাতিয়ার করেছেন মোদি ৷ তার মধ্যে একটা অবশ্যই ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ ৷
এই বিষয়ে অবশ্য সরাসরি আক্রমণে যাননি নরেন্দ্র মোদি ৷ বরং শ্লেষ মিশিয়ে জবাব দিয়েছেন ৷ বলেছেন, ‘‘আপনি তো শুধু বাংলার নন, পুরো ভারতের মেয়ে ৷’’ পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মমতার ইলেকট্রিক স্কুটিতে চড়ার বিষয়টিকে নিয়েও উপহাস করেন মোদি ৷ তাঁর কটাক্ষ, ওই স্কুটি চড়েই মমতা ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে চলে যাচ্ছেন ৷ আর সেখানেই তাঁর স্কুটি উল্টে যাবে ৷