পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মমতা ভারতেরও মেয়ে, ব্রিগেড থেকে কটাক্ষ মোদির - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

রবিবাসরীয় দুপুরে নরেন্দ্র মোদি বারবার মমতার অস্ত্রেই মমতাকে ঘায়েল করতে চেয়েছেন ৷ এবারের বিধানসভা নির্বাচনে জয় পেতে তৃণমূল কংগ্রেসের স্লোগানগুলিকেই হাতিয়ার করেছেন মোদি ৷ তার মধ্যে একটা অবশ্যই ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ ৷

মমতা ভারতেরও মেয়ে, ব্রিগেড থেকে কটাক্ষ মোদির
মমতা ভারতেরও মেয়ে, ব্রিগেড থেকে কটাক্ষ মোদির

By

Published : Mar 7, 2021, 8:50 PM IST

কলকাতা, 7 মার্চ : কলকাতার ব্রিগেড ময়দান ৷ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচার ৷ স্বাভাবিক ভাবেই ভারতীয় জনতার পার্টির ‘তারকা প্রচারক’ নরেন্দ্র মোদির আক্রমণের লক্ষ্য যে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় হবেন, তা লেখাই বাহুল্য ৷ কিন্তু সেই আক্রমণে গিয়ে মোদি মমতাকে ‘গুগলি’ দেবেন নাকি ‘দুসরা’, সেই দিকেই তাকিয়ে ছিল বিজেপির সমর্থক থেকে আমজনতা ৷

রবিবাসরীয় দুপুরে নরেন্দ্র মোদি বারবার মমতার অস্ত্রেই মমতাকে ঘায়েল করতে চেয়েছেন ৷ এবারের বিধানসভা নির্বাচনে জয় পেতে তৃণমূল কংগ্রেসের স্লোগানগুলিকেই হাতিয়ার করেছেন মোদি ৷ তার মধ্যে একটা অবশ্যই ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ ৷

এই বিষয়ে অবশ্য সরাসরি আক্রমণে যাননি নরেন্দ্র মোদি ৷ বরং শ্লেষ মিশিয়ে জবাব দিয়েছেন ৷ বলেছেন, ‘‘আপনি তো শুধু বাংলার নন, পুরো ভারতের মেয়ে ৷’’ পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মমতার ইলেকট্রিক স্কুটিতে চড়ার বিষয়টিকে নিয়েও উপহাস করেন মোদি ৷ তাঁর কটাক্ষ, ওই স্কুটি চড়েই মমতা ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে চলে যাচ্ছেন ৷ আর সেখানেই তাঁর স্কুটি উল্টে যাবে ৷

এদিন মোদির মুখেও শোনা যায় তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান ৷ তাঁর দাবি, ‘‘তৃণমূলের ঘুম উড়ে গিয়েছে ৷ তাই বলছে খেলা হবে, খেলা হবে ৷ এরা তো অভিজ্ঞ খেলোয়াড় ৷ এরা অনেক খেলেছে ৷ কোন খেলাটা বাকি রেখেছে !’’ তাঁর অভিযোগ, বাংলার সম্পদ কেড়ে নিয়েছে তৃণমূল ৷ তোলাবাজি-সিন্ডিকেটের খেলা খেলেছে ৷ দুর্নীতির অলিম্পিক করেছে ৷ তাই মোদি জানিয়েছে যে এই খেলা বন্ধ হওয়া উচিত ৷ তাই এখন চারিদিকে শোনা যাচ্ছে যে তৃণমূলের খেলা শেষ ৷ এবার উন্নয়নের খেলা শুরু ৷

আরও পড়ুন :শুধু একজন ভাইপোর পিসি হয়ে থেকে গেলেন, মমতাকে আক্রমণ মোদির

কেমন হবে সেই উন্নয়ন তারও রূপরেখা এদিন ব্রিগেডের মঞ্চ থেকে বেঁধে দিয়ে যান মোদি ৷ বিজেপি বাংলায় ক্ষমতায় এলে কী কী করবে, সেই ব্যাখ্যা যেমন ছিল ৷ তেমন ছিল ভারতের উন্নতিতে সামিল হওয়ার জন্য বাংলার কেন বিজেপিকে ভোট দেওয়া উচিত, তার ব্যাখ্যা ৷

ABOUT THE AUTHOR

...view details