কলকাতা, 7 মার্চ : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে পিসি-ভাইপোর প্রসঙ্গ টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রশ্ন তুললেন, ‘‘আপনি নিজেকে কেন একমাত্র ভাইপোর পিসিতেই সীমাবদ্ধ থাকলেন ?’’
মোদির বক্তব্য, বাংলার মানুষ কংগ্রেস ও বামফ্রন্টের ‘কুশাসন’ সহ্য করেছেন ৷ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার জন্য তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেছিলেন ৷ মমতাকে বাংলার মানুষ আপনাকে দিদি হিসেবে বেছে নিয়েছিল ৷
মোদির অভিযোগ, মমতা বাংলার মানুষের সেই আশা ভেঙে দিয়েছেন ৷ তাঁর বক্তব্য, মমতার উচিত ছিল সকলের দিদি হয়ে ওঠা ৷ কিন্তু তার বদলে মমতা একজেনর পিসি হয়ে থেকে গেলেন বলে অভিযোগ করেছেন মোদি ৷ এর পরই তাঁর প্রশ্ন, আপনি নিজেকে কেন একমাত্র ভাইপোর পিসিতে সীমাবদ্ধ থাকলেন ? শুধু নিজের ভাইপোর লোভে পূরণ কেন করতে লাগলেন ?’’ মমতা কেন বাংলার লাখ লাখ ভাইপো-ভাইঝির কথা ভাবলেন না, সেই প্রশ্নও তুলেছেন মোদি ৷