পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

20 বছর পর আবার ভোটের ময়দানে মুকুল রায় - কৃষ্ণনগর উত্তর

2001 সালের বিধানসভা নির্বাচনে উত্তর 24 পরগনার জগদ্দল কেন্দ্র থেকে নির্বাচনে নেমেছিলেন মুকুল রায় ৷ সেবার তিনি ছিলেন তৃণমূলের প্রার্থী ৷ 20 বছর পর আবার তিনি প্রার্থী হলেন ৷ এবার বিজেপির টিকিটে তিনি লড়বেন কৃষ্ণনগর উত্তর থেকে ৷

20 বছর পর আবার ভোটের ময়দানে মুকুল রায়
20 বছর পর আবার ভোটের ময়দানে মুকুল রায়

By

Published : Mar 18, 2021, 6:55 PM IST

কলকাতা, 18 মার্চ : 20 বছর পর আবার নির্বাচনের লড়াইয়ে নামলেন মুকুল রায় ৷ এর আগে তিনি একবারই ভোটের ময়দানে নেমেছিলেন ৷ সেটা ছিল 2001 সাল ৷ সেবার তিনি জিততে পারেননি ৷ তার পর আবার 2021 সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হলেন মুকুল রায় ৷

বৃহস্পতিবার বিকেলে নয়াদিল্লি থেকে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয় ৷ সেই তালিকায় নাম রয়েছে মুকুল রায়ের ৷ তাঁকে নদিয়ার কৃষ্ণনগর উত্তর আসন থেকে প্রার্থী করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ৷

উল্লেখ্য, 2001 সালে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছিল তৃণমূল কংগ্রেস ৷ বামফ্রন্টের সরকার উৎখাত করতে তৃণমূল স্লোগান তুলেছিল ‘এবার নয়, নেভার’ ৷ সেই বছর উত্তর 24 পরগনার জগদ্দল কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন মুকুল রায় ৷

তিনি সেবার জিততে পারেননি ৷ প্রায় 56 হাজার ভোটে হেরে গিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের হরিপদ বিশ্বাসের কাছে ৷ তার পর আর নির্বাচনী লড়াইয়ে নামেননি মুকুল রায় ৷ তৃণমূলের হয়ে দু’বার রাজ্যসভার সাংসদ হয়েছিলেন ৷ 2017 সালে বিজেপিতে যোগদানের আগে তিনি রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিয়েছিলেন ৷

আরও পড়ুন :নীলবাড়ি দখলে বিজেপির বাজি মুকুল ? মমতাগড়ে রুদ্র

এদিকে উত্তর 24 পরগনার বীজপুর আসনে বিজেপি প্রার্থী করেছে শুভ্রাংশু রায়কে ৷ শুভ্রাংশু তৃণমূলের বিধায়ক ছিলেন ৷ তিনি কয়েক বছর আগে বিজেপিতে যোগদান করেন ৷ ফলে এবার একই সঙ্গে বিজেপির হয়ে দু’টি আসনে নির্বাচনী যুদ্ধে নামছেন মুকুল-শুভ্রাংশুর পিতা-পুত্র জুটি ৷

ABOUT THE AUTHOR

...view details