কলকাতা, 28 ফেব্রুয়ারি : ‘‘মইদুলকে খুন করে পার পাবে না ৷’’ ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম ৷ সম্প্রতি বাম ছাত্র ও যুবদের নবান্ন অভিযানে যোগ দিতে এসে মৃত্যু হয় বাঁকুড়ার মইদুল ইসলাম মিদ্যার ৷ পুলিশের লাঠির আঘাতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ৷ এই নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ এদিন সেই প্রসঙ্গ দিয়ে বক্তৃতা শুরু করলেও পরে সুদীপ্ত গুপ্ত-সহ আরও বেশ কয়েকজন মৃত বাম নেতারও কথা বলেন ৷ তাঁর অভিযোগ, বহু বামকর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ৷
একই সঙ্গে নাম না করে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতাদেরও হুঁশিয়ারি দিলেন ৷ তাঁর কটাক্ষ, ‘‘একদিকে দলবদলের লড়াই ৷ অন্যদিকে দিনবদলের লড়াই ৷’’ তাঁর বক্তব্য, তৃণমূলে যাঁরা লুঠপাট করতেন, তাঁরা এখন আরও লুঠপাট করতে বিজেপিতে যোগদান করেছেন ৷ কলকাতা থেকে চাটার্ড প্লেনে তৃণমূলের বেশ কয়েকজন নেতার বিজেপিতে যোগদানের উদাহরণও টেনে আনে ৷