কলকাতা, 4 মার্চ:আগামী রবিবার 7 মার্চ ব্রিগেডে বিজেপির সমাবেশে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ওই একই দিনে উত্তরে দলের শক্তি বাড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার শিলিগুড়িতে রোড শো করবেন তিনি । মহিলা কর্মীদের সঙ্গে মিছিলে পা মেলানোর পর কলকাতায় ফিরবেন তৃণমূল নেত্রী ।
রাজ্যে ভোটের দামামা বাজার অনেক আগে থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ঘন ঘন বঙ্গ সফর গেরুয়া শিবিরের পালে হাওয়া জুগিয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যান্য নেতাদের কয়েকদিন অন্তর অন্তরই বাংলায় আসতে দেখা গিয়েছে। তবে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এই প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী । ব্রিগেডের সমাবেশ ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি । মোদির ব্রিগেডের আগে তারা প্রথম দু দফার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে । নয়াদিল্লিতে আজই 60 আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি । প্রার্থীদের ব্রিগেডের সমাবেশে হাজির করিয়ে কর্মী সমর্থকদের আরও চাঙ্গা করতে তত্পর বিজেপি । ব্রিগেড থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন ভোটের রণকৌশল বাতলে দিতে পারেন বলে মনে করা হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে নিশানা করার জন্য ব্রিগেডকেই কাজে লাগাতে তত্পর বিজেপি ।