পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মোদির ব্রিগেডের দিনে উত্তরবঙ্গে রোড শো মমতার

আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশের দিন শিলিগুড়িতে রোড শো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখই তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন। শিলিগুড়িতে রোড শো-এর পরে কলকাতায় ফিরেও মিছিলে যোগ দেবেন নেত্রী।

west bengal assembly election 2021: mamata banerjee's road show in siliguri on the day of pm narendra modis brigade rally
মোদির ব্রিগেডের দিনে উত্তরবঙ্গে রোড শো মমতার

By

Published : Mar 4, 2021, 1:28 PM IST

কলকাতা, 4 মার্চ:আগামী রবিবার 7 মার্চ ব্রিগেডে বিজেপির সমাবেশে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ওই একই দিনে উত্তরে দলের শক্তি বাড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার শিলিগুড়িতে রোড শো করবেন তিনি । মহিলা কর্মীদের সঙ্গে মিছিলে পা মেলানোর পর কলকাতায় ফিরবেন তৃণমূল নেত্রী ।

রাজ্যে ভোটের দামামা বাজার অনেক আগে থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ঘন ঘন বঙ্গ সফর গেরুয়া শিবিরের পালে হাওয়া জুগিয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যান্য নেতাদের কয়েকদিন অন্তর অন্তরই বাংলায় আসতে দেখা গিয়েছে। তবে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এই প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী । ব্রিগেডের সমাবেশ ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি । মোদির ব্রিগেডের আগে তারা প্রথম দু দফার নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে । নয়াদিল্লিতে আজই 60 আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি । প্রার্থীদের ব্রিগেডের সমাবেশে হাজির করিয়ে কর্মী সমর্থকদের আরও চাঙ্গা করতে তত্‍‌পর বিজেপি । ব্রিগেড থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন ভোটের রণকৌশল বাতলে দিতে পারেন বলে মনে করা হচ্ছে । মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকে নিশানা করার জন্য ব্রিগেডকেই কাজে লাগাতে তত্‍‌পর বিজেপি ।

আরও পড়ুন:নন্দীগ্রাম দিবসের আবহেই নন্দীগ্রামে মনোনয়ন পেশ মমতার, সমাপতন ?

এ দিকে ওই একই দিনে শিলিগুড়ি থেকে প্রধানমন্ত্রীকে জবাব দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণার পর শনি ও রবিবার মমতা যাচ্ছেন উত্তরবঙ্গ সফরে । সেখানে রোড শো করার কথা তাঁর । রবিবার মোদির ব্রিগেড জনসভার দিন উত্তরবঙ্গে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । 6 তারিখ তাঁর শিলিগুড়ি যাওয়ার কর্মসূচি ঠিক হয়েছে । পরেরদিন অর্থাৎ 7 তারিখ সেখানে রোড শো করার কথা তাঁর । এতে ভোটের আগে উত্তরবঙ্গে দলের সংগঠন আরও চাঙ্গা হবে বলেই মনে করা হচ্ছে। 7 তারিখ মিছিলের পর কলকাতায় ফিরবেন মমতা । তৃণমূল সূত্রে খবর, পর দিন অর্থাৎ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতায়ও একটি মিছিলে যোগ দেবেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details