কলকাতা, 8 মার্চ : আন্তর্জাতিক নারী দিবসে নারী নির্যাতন নিয়ে ভারতীয় জনতা পার্টিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একেবারে তথ্য পরিসংখ্যান তুলে ধরে সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ও তাঁর পারিষদদের ৷ বললেন, ‘‘ধর্ষণের শীর্ষে আমেদাবাদ ও মোদীবাবু পেয়ারের রাজ্য উত্তর প্রদেশ ৷’’
সোমবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস ৷ সেই মিছিলের শেষে সভা হয় ৷ ওই সভা থেকেই নরেন্দ্র মোদি ও অমিত শাহের সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আজকের দিনটিকে নারীমুক্তি দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস ৷ সেই বিষয়টি উল্লেখ করেই নারী নির্যাতন নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা ৷ বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতন বেশি হয় বলে অভিযোগ করেন ৷ তাঁর দাবি, গুজরাটে রোজ দু’টি করে খুন হয় ৷ 4 জন নারী রোজ ধর্ষণের শিকার হন ৷ একই সঙ্গে গুজরাটে অপরাধের সামগ্রিক ভাবে তুলে ধরেন তৃণমূল নেত্রী ৷
তার পর বলেন, ‘‘ধর্ষণের শীর্ষে আমেদাবাদ ও মোদীবাবু পেয়ারের রাজ্য উত্তর প্রদেশ ৷’’ মমতার দাবি, নারী সুরক্ষায় তাঁর সরকার অনেক কাজ করেছে ৷ কিন্তু বিজেপি কী করেছে, সেই প্রশ্ন তোলেন তিনি ৷