কলকাতা, 27 ফেব্রুয়ারি : আর কিছুক্ষণ পরেই সিপিআইএম এর সদর দপ্তর মুজফ্ফর আহমেদ ভবনে বৈঠক করতে চলেছে বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্ব । আজ বিকেলের এই বৈঠকে আগামীকালের ব্রিগেড সমাবেশ নিয়ে এক উচ্চ পর্যায়ে আলোচনা হবে বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্বের মধ্যে । আগামীকালের বক্তাদের জন্য বরাদ্দ মোট সময়ের মধ্যে বামফ্রন্ট, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিনিধিরা কতক্ষণ বক্তব্য রাখবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে বিকেলে । তারপর আসনবণ্টন নিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে আলোচনা হবে । আজকের বৈঠকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের থাকার কথা নয় । কারণ বামফ্রন্টের সঙ্গে তাদের আসন সমঝোতা ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলে সূত্রের খবর । বামফ্রন্টের তরফে 30 টি আসন দেওয়া হয়েছে আব্বাস সিদ্দিকীর এই নতুন দলকে ।
কংগ্রেসের সঙ্গেই এখনও পর্যন্ত আসন সমঝোতা সেরে উঠতে পারেনি আইএসএফ । শেষ পর্যন্ত বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে জোট প্রক্রিয়ায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অংশগ্রহণ করবে কিনা তারও আংশিক সিদ্ধান্ত আজকের বৈঠকে হবে বলে জানা গিয়েছে ।