পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ব্রিগেড নিয়ে বামফ্রন্ট কংগ্রেসের বৈঠক - বামফ্রন্টের ব্রিগেড

বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে জোট প্রক্রিয়ায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অংশগ্রহণ করবে কিনা তা নিয়েও কিছুটা ধোঁয়াশা কাটতে পারে আজকের বৈঠকে ।

Brigade rally of Left Front
ছবি

By

Published : Feb 27, 2021, 1:17 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি : আর কিছুক্ষণ পরেই সিপিআইএম এর সদর দপ্তর মুজফ্ফর আহমেদ ভবনে বৈঠক করতে চলেছে বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্ব । আজ বিকেলের এই বৈঠকে আগামীকালের ব্রিগেড সমাবেশ নিয়ে এক উচ্চ পর্যায়ে আলোচনা হবে বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্বের মধ্যে । আগামীকালের বক্তাদের জন্য বরাদ্দ মোট সময়ের মধ্যে বামফ্রন্ট, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিনিধিরা কতক্ষণ বক্তব্য রাখবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে বিকেলে । তারপর আসনবণ্টন নিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে আলোচনা হবে । আজকের বৈঠকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের থাকার কথা নয় । কারণ বামফ্রন্টের সঙ্গে তাদের আসন সমঝোতা ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলে সূত্রের খবর । বামফ্রন্টের তরফে 30 টি আসন দেওয়া হয়েছে আব্বাস সিদ্দিকীর এই নতুন দলকে ।

কংগ্রেসের সঙ্গেই এখনও পর্যন্ত আসন সমঝোতা সেরে উঠতে পারেনি আইএসএফ । শেষ পর্যন্ত বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে জোট প্রক্রিয়ায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অংশগ্রহণ করবে কিনা তারও আংশিক সিদ্ধান্ত আজকের বৈঠকে হবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : রবিবারের ব্রিগেডে বাম-কংগ্রেসের সঙ্গে থাকবে আব্বাসের দলও

সংবাদমাধ্যমের সামনে সরাসরি না বললেও, রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান জানিয়ে দিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত হওয়ার জন্য মুখ্যত দায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । তাঁর অনমনীয় আচরণের জন্য জোট প্রক্রিয়া ব্যাহত হচ্ছে । সোনিয়া গান্ধির কাছে অভিযোগ জানিয়েও রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বিশেষ কোনো সুবিধা করে উঠতে পারেননি । জোটের জন্য তিনি আন্তরিক হলেও, অধীর চৌধুরী জোট প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য সময় না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আবদুল মান্নান।

আজকে বামফ্রন্টের তরফে চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র-সহ সবক'টি বাম দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছবি ভট্টাচার্য এবং রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানরা ।

ABOUT THE AUTHOR

...view details