কলকাতা, 6 ফেব্রুয়ারি : পূর্ব নির্ধারিত ছিল আগামিকাল বামফ্রন্ট এবং কংগ্রেসের বৈঠক হবে। আপাতত বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের কোনও বৈঠক হচ্ছে না। বামফ্রন্টের শরিক দলগুলি আগামিকালের বৈঠকে উপস্থিত হবে না। শরিক দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এভাবে আসন বন্টন নিয়ে আলোচনা বিজ্ঞানসম্মত নয়। 294 টি বিধানসভা আসন ধরে ধরে আলোচনা করা অসম্ভব। তাই আপাতত আগামিকাল বামফ্রন্ট এবং কংগ্রেসের বৈঠক বাতিল করে কেবলমাত্র সিপিআইএম এবং কংগ্রেসের কয়েকজন নেতৃত্বের সঙ্গে বৈঠক হবে সিপিআইএমের রাজ্য দপ্তর মুজাফফর আহমেদ ভবনে।
আরএসপির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী জানিয়ে দিয়েছেন যে তিনি আগামিকালের বৈঠকে থাকছেন না। তাঁর দলের পক্ষ থেকে কেউ যাবেন কি না সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি। সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামিকালের বৈঠকে সিপিআইয়ের কেউ অংশগ্রহণ করবে না। এই ভাবে বিধানসভার সবকটি আসন ধরে আলোচনা করা সম্ভব নয়। সিপিআইএম এবং কংগ্রেস যৌথভাবে বৈঠক করে ঠিক করুক কে কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তারপর সেই তালিকা কমিটির সামনে ফেলে সিদ্ধান্ত নেওয়া হোক। এভাবে আলোচনা করা বিধিসম্মত নয়।"