পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আব্বাসের জন্য রাস্তা খোলা রেখে বাম-কংগ্রেস জোট চূড়ান্ত - west bengal assembly election 2021

বাম ও কংগ্রেসের জোট চূড়ান্ত৷ তবে আব্বাস সিদ্দিকির আইএসএফের জন্য জোটের রাস্তায় খোলা রাখতে এখনই আসন রফার ঘোষণা করা হল না৷ এদিন আলিমুদ্দিনে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷

আব্বাসের জন্য রাস্তা খোলা রেখে বাম-কংগ্রেস জোট চূড়ান্ত
আব্বাসের জন্য রাস্তা খোলা রেখে বাম-কংগ্রেস জোট চূড়ান্ত

By

Published : Feb 16, 2021, 5:12 PM IST

কলকাতা, 16 ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনে জোট নিয়ে আলোচনা চূড়ান্ত হল বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে ৷ মঙ্গলবার সিপিএমের রাজ্য সদর দফতরে দুই পক্ষের মধ্যে আলোচনার পর তা চূড়ান্ত হয় ৷ কিন্তু কে কত আসনে লড়বে, তা এখনই ঘোষণা করতে নারাজ জোট নেতৃত্ব ৷ এদিন এমনটাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷

আলোচনা চূড়ান্ত হলেও কেন আসন রফার কথা ঘোষণা হল না, তার ব্যাখ্যাও দিয়েছেন বহরমপুরের সাংসদ ৷ তিনি জানিয়েছেন, আলোচনা চূড়ান্ত হলেও এর মধ্যে পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি রাজনৈতিক ঘটনা ঘটেছে ৷ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আরজেডি-র মতো দল বাম-কংগ্রেস জোটের সঙ্গে ভোটের লড়াইয়ে সামিল হতে চায় ৷ তাই ওই রাজনৈতিক দলগুলির কথা ভেবেই এখনই আসন রফা নিয়ে কোনও ঘোষণা করা হল না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ৷

2016 সালের বিধানসভা নির্বাচনে জোট গড়ে লড়াই করেছিল বামফ্রন্ট ও কংগ্রেস ৷ কিন্তু 2019 সালের লোকসভা ভোটে জোট ফলপ্রসূ হয়নি ৷ তাই এবারও কী হবে, তা নিয়ে সন্দেহ ছিল বিভিন্ন মহলে ৷ এদিন সেই সমালোচকদেরও জবাব দিয়েছেন অধীর চৌধুরী ৷ তাঁর দাবি, প্রথম থেকেই বাম-কংগ্রেসের জোট নিয়ে অপপ্রচার হচ্ছিল ৷ জোট আলোচনা ফলপ্রসূ হবে না বলে প্রচার চলছিল ৷ কিন্তু সমস্ত অপপ্রচারকে রুখে দিয়ে আলোচনা সফল হয়েছে ৷

তাঁর বক্তব্য, মানুষের ধারণা হয়েছিল তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই হবে এবারের বিধানসভা নির্বাচনে ৷ কিন্তু এখন মানুষ আলোচনা করছে যে লড়াই হবে ত্রিমুখী ৷ তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বাম-কংগ্রেসের জোট ৷

আরও পড়ুন :মইদুলের পরিবারের একজনকে চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন বাম ছাত্র-যুব মিছিলে অংশ নিতে এসে মৃত্যুর ঘটনা নিয়েও মুখ খুলেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, আতঙ্ক থেকেই বাম কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করছে সরকার ৷ এই ইশুতে মুখ্যমন্ত্রীর ভূমিকারও সমালোচনা করেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details