কলকাতা, 2 ফেব্রুয়ারি: ঝাড়খণ্ড পার্টি নরেনের সঙ্গে সমঝোতা হয়েছে বামফ্রন্টের। আপাতত আলোচনা হয়েছে জঙ্গলমহলের বিনপুর এবং ঝাড়গ্রাম - এই দুটি আসনের একটি আসন ছেড়ে দেওয়া হবে ঝাড়খণ্ড পার্টি নরেনকে। 2000 সাল থেকে 2001 সাল পর্যন্ত উপনির্বাচনে জয়ী হয়ে চুনিবালা হাঁসদা বিধায়ক হয়েছিলেন বিনপুর থেকে। তারপর 2006 সাল থেকে 2011 সাল পর্যন্ত ফের জঙ্গলমহল থেকে জিতে আসেন চুনিবালা হাঁসদা। 2016 সালে সুকুমার হাঁসদার কাছে পরাজিত হন। আসন্ন বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম থেকে প্রতিদ্বন্দিতা করবেন তিনি। এখনও পর্যন্ত এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে।
চুনিবালা হাঁসদা ই টিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। জঙ্গলমহলের মানুষ গত 10 বছরে অনেকটাই পিছিয়ে পড়েছেন। তাঁদের বাঁচানোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেই হবে। বামফ্রন্ট এবং কংগ্রেসের সমর্থন আগেও পেয়েছিলেন ঝাড়খণ্ড পার্টি নরেনের বিধায়ক চুনিবালা হাঁসদা। তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী।