কলকাতা, 25 মার্চ : মিমের সঙ্গে আইএসএফের বৈঠকের জল্পনাকে কার্যত বাপী বাড়ি যা করলেন সৌমিত্র ঘোষ দস্তিদার । পেশায় চিত্রপরিচালক । দিন বদলের লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিয়েছেন । এদিকে বাম-কংগ্রেসের জোটে নবগঠিত আইএসএফের যোগদান আদতে পুরানো দুই রাজনৈতিক দলের ধর্ম নিরপেক্ষ সত্তা নিয়ে প্রশ্ন তুলেছে । তিন দলের জোটের প্রতীকের সারিতে রয়েছে আইএসএফের প্রতীক খাম । তাদেরই প্রতিনিধি সৌমিত্র ঘোষ দস্তিদার মিমের সঙ্গে বৈঠকের জল্পনাকে যেমন ডিপ ফাইন লেগের বাইরে ফেললেন, তেমনই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠককে ভিন্ন মাত্রা দেওয়ার বিরোধিতা করলেন ।
সৌমিত্র ঘোষ দস্তিদার বলেন, "দেশের বিভিন্ন দলের প্রতিনিধিরা নির্বাচনের ভরা মাসে বৈঠক করছেন । তা নিয়ে অঙ্ক কষা স্বাভাবিক এবং রং চড়ানোর চেষ্টা হচ্ছে । তবে আইএসএফ ধর্ম নিরপেক্ষ মঞ্চ ।"