ঠাকুরনগর, 11 ফেব্রুয়ারি : মতুয়াদের দাবি মেনে আগেই সংশোধিত নাগরিকত্ব আইন আগেই চালু করেছে কেন্দ্রের মোদি সরকার৷ তবে তা এখনও কার্যকর হয়নি৷ কিন্তু কবে তা কার্যকর হবে, সেই বার্তা দিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট নেতা অমিত শাহ মতুয়াদের কল্যাণে আরও অনেক বার্তা দিয়ে গেলেন৷
তিনি জানালেন, ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গের মসনদে বসার সঙ্গে সঙ্গেই চালু করা হবে ‘মুখ্যমন্ত্রী শরণার্থী কল্যাণ যোজনা’ চালু করবে৷ একই সঙ্গে পর্যটন সার্কিটের সঙ্গে ঠাকুরনগরকে জুড়তে চায় বিজেপি৷ সেই কথাও এদিন তিনি জানিয়েছেন৷ তাঁর কথায়, গুরুচাঁদ ঠাকুরের মন্দিরকে পর্যটন সার্কিটের সঙ্গে জুড়ে দেওয়া হবে৷ ঠাকুরনগরে পর্যটন কেন্দ্র হবে৷