কলকাতা, 6 ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে পরিবর্তন হবেই৷ আত্মবিশ্বাসের সঙ্গে এই কথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হর্ষ বর্ধন৷ শনিবার তিনি কলকাতায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন৷ সেই অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি এই মন্তব্য করেন মোদি মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য৷
ভোটের আগে পশ্চিমবঙ্গে রথযাত্রার কর্মসূচি নিয়েছে ভারতীয় জনতা পার্টি৷ আর সেই কর্মসূচি যতই বিতর্ক হোক, তা আদতে গেরুয়া শিবিরকেই লাভবান করবে বলে মনে করেন হর্ষ বর্ধন৷ তাঁর মতে, এই রথযাত্রাই বঙ্গে পরিবর্তনকে আরও শক্তিশালী করবে৷
কেন তিনি এই কথা বলছেন, সেই ব্যাখ্যাও এদিন শোনা গিয়েছে ওই বিজেপি নেতার মুখে৷ তাঁর কথায়, বিভিন্ন সূত্র থেকে তাঁদের কাছে গত এক বছর ধরে প্রতিক্রিয়া আসছে৷ তার থেকেই স্পষ্ট যে বাংলায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতিতে মানুষ অসন্তুষ্ট৷
আরও পড়ুন :মুখ্যমন্ত্রীর বাজেট পেশে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বিক্ষোভ বিজেপির
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর ‘ভাইপো হঠাও’য়ের ডাক দিয়েছেন৷ তার আগে বিজেপি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছিল, কিন্তু শুভেন্দু ‘ভাইপো হঠাও’য়ের ডাক দেওয়ার পর তার মাত্রা অনেক বেড়েছে৷ তাই এদিন হর্ষবর্ধনও আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷ তাঁর অভিযোগ, বাংলায় ভাইপো-রাজে মানুষ বিরক্ত৷