কলকাতা, 5 মার্চ : আজই আসন্ন নির্বাচনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর আজই বিজেপিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে দলের কোর কমিটির সদস্য দীনেশ বাজাজ ৷ বিজেপি সূত্রে খবর, আজ সন্ধ্যায় সল্টলেকে মুকুল রায়ের সঙ্গে বৈঠক করবেন ৷ তারপরেই গেরুয়া শিবিরে নাম লেখানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দীনেশ ৷
আরও পড়ুন :প্রার্থী হতে না পেরে কেঁদে ফেললেন আরাবুল ইসলাম
তবে কেন হঠাৎ বেসুরো হলেন দীনেশ ? রাজনৈতিক মহলের একাংশের অনুমান, নির্বাচনে টিকিট না পাওয়ার জন্যই তাঁর এই পদক্ষেপ ৷
আরও পড়ুন :দিদি ও নেত্রী, অস্তিত্ব বাঁচাতে সম্মান রক্ষায় লড়াইয়ে মমতা
কে এই দীনেশ বাজাজ ? তৃণমূলের কোর কমিটির সদস্য হওয়ার পাশাপাশি দলের মুখপাত্র দীনেশ । পশ্চিমবঙ্গ হিন্দি অ্যাকাডেমির সহ-সভাপতি পদেও ছিলেন তিনি । 2006 সালে জোড়াসাঁকো বিধানসভা আসন থেকে জয়লাভ করেছিলেন ।
আরও পড়ুন : নন্দীগ্রাম থেকে মমতাকে খালি হাতে ফেরানোর হুঙ্কার শুভেন্দুর
দীনেশ বাজাজের বিজেপিতে যোগদান প্রসঙ্গে মুকুল রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "দীনেশ আমার পরিচিত । আমার সঙ্গে দেখা করতেই পারেন । তবে যোগদান নিয়ে কী সিদ্ধান্ত নেবেন সেটা বলতে পারব না ।"