কলকাতা, 24 ফেব্রুয়ারি : বিজেপিতে যোগ দিলেন ভারতীয় দলের প্রাক্তন পেসার অশোক দিন্দা। আজ, বুধবার মধ্য কলকাতার লেবুতলা পার্কের এক জনসভায় তিনি গেরুয়া শিবিরে যোগদান করেন৷ ওই সভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়-সহ অনেকে উপস্থিত ছিলেন৷ বিজেপিতে যোগদানের পর অশোক দিন্দা জানান যে তিনি নরেন্দ্র মোদি ও অমিত শাহের অনুপ্ররণায় বিজেপিতে যোগ দিলেন৷ আগামিদিনে দলের হয়ে তিনি কাজ করবেন পুরোপুরি ভাবে৷ সেই কারণেই তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন৷ অন্যদিকে লেবুতলা পার্ক এলাকার দাপুটে তৃণমূল নেতা সজল ঘোষও এদিন বিজেপিতে যোগ দিলেন।
মোদি-অমিতের ‘অনুপ্রেরণায়’ বিজেপিতে যোগদান অশোক দিন্দার - BJP
বিজেপিতে যোগ দিলেন ভারতীয় দলের প্রাক্তন পেসার অশোক দিন্দা। অশোক দিন্দা এমন একটি দিনে বিজেপিতে যোগদান করলেন, যেদিন বাংলা ক্রিকেট দলে তাঁর প্রাক্তন সতীর্থ মনোজ তিওয়ারিও সক্রিয় ভাবে রাজনীতিতে এলেন৷ মনোজ এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন৷
মোদি-অমিতের ‘অনুপ্রেরণায়’ বিজেপিতে যোগদান অশোক দিন্দার
আরও পড়ুন:বাঙালি আবেগ ছুঁয়ে বাংলায় জিততে ফের রাজ্যে নাড্ডা
তবে অশোক দিন্দা এমন একটি দিনে বিজেপিতে যোগদান করলেন, যেদিন বাংলা ক্রিকেট দলে তাঁর প্রাক্তন সতীর্থ মনোজ তিওয়ারিও সক্রিয় ভাবে রাজনীতিতে এলেন৷ মনোজ এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন৷